ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিস্ফোরণের ঘটনায় সজাগ আইসিসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, মে ২৩, ২০১৭
বিস্ফোরণের ঘটনায় সজাগ আইসিসি ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের মাটিতে আগামী ১ জুন থেকে বসতে যাচ্ছে বিশ্বসেরা আট দেশের ক্রিকেট যুদ্ধ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এই আসরের আগেই ম্যানচেস্টার অ্যারেনায় মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ডের কনসার্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাতে, নড়েচড়ে বসেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

এই ঘটনায় কমপক্ষে ২২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রিটিশ পুলিশ। বিস্ফোরণে ৫০ জনেরও বেশি আহত হয়েছেন।

সোমবার (২২ মে) স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে নর্দান ইংলিশ সিটির এই শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ এটিকে সন্ত্রাসী হামলা বলে সন্দেহ করছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী দিনে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে আইসিসির একজন মুখপাত্র জানান, ‘ম্যানচেস্টারের ঘটনার পর সংস্থার পক্ষ থেকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। খুব শিগগিরই সকলকে নিয়ে বৈঠকে বসা হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে চলা প্রতিটি দলকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। ’

ইংল্যান্ডে সন্ত্রাসী হামলার ঘটনা এবারই প্রথম নয়। চলতি বছরের মার্চে যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলায় পুলিশ কর্মকর্তাসহ তিন ব্যক্তি নিহত হন। পরে পুলিশের গুলিতে নিহত হন হামলাকারী। এ ঘটনা যখন ঘটে, তখন পার্লামেন্টের যৌথ অধিবেশন চলছিল। ওই ঘটনায় আহত হন আরও অন্তত ২০ জন।  এর আগে ২০০৫ সালের ৭ জুলাই ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ৫২ জন প্রাণ হারান।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ২৩ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।