ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেস্টে বাংলাদেশের আটে ওঠার সুযোগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
টেস্টে বাংলাদেশের আটে ওঠার সুযোগ টেস্টে বাংলাদেশের আটে ওঠার সুযোগ-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে জয়। শ্রীলঙ্কা সফরে আরও একটি টেস্টে জয়। আর সদ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে একটি টেস্ট জিতে সিরিজ ড্র। সব মিলিয়ে সাদা পোশাকে বর্তমানে দুর্দান্ত খেলছে বাংলাদেশের। ফলে দলীয় র‍্যাঙ্কিংয়ে নয় থেকে আটে ওঠার দারুণ সুযোগ থাকছে আগামীকাল থেকে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে।

এই সিরিজে বাংলাদেশের জয় অথবা ড্রই এগিয়ে দেবে টাইগারদের। সুযোগ থাকবে ওয়েস্ট ইন্ডিজকে হটিয়ে প্রথমবারের মতো আটে ওঠার।

বাংলাদেশ সময় দুপুর দুইটায় পচেফস্ট্রমে শুরু হবে প্রথম টেস্ট।

দুই ম্যাচের এই সিরিজে বাংলাদেশ দুটি ম্যাচই ড্র অথবা একটি জয়ে ও একটি হারে চার রেটিং পয়েন্ট হারাবে দ.আফ্রিকা। এখনকার র‍্যাঙ্কিংয়ে ১১০ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে দ্বিতীয়স্থানে আছে প্রোটিয়ারা। দলটির সঙ্গে সবার ওপরে থাকা ভারতের সঙ্গে ব্যবধান ১৫ পয়েন্ট। এই সিরিজ ড্র করলে ব্যবধান বাড়বে ১৯ পয়েন্ট।  

পাশাপাশি চার পয়েন্ট পাবে বাংলাদেশ। ফলে আটে থাকা ক্যারিবীয়দের রেটিং পয়েন্ট ৭৫। আর বাংলাদেশ চার রেটিং পয়েন্ট অর্জন করলে ৭৮ পয়েন্ট নিয়ে আটে উঠে যাবে টাইগাররা।

এদিকে বাংলাদেশ ১-০ তে সিরিজ জিতলে ১০৩ রেটিং পয়েন্ট নিয়ে দুই থেকে তিনে নেমে আসবে প্রোটিয়ারা। আর আট রেটিং পয়েন্ট নিয়ে ৮৩ রেটিং পয়েন্ট নিয়ে আটে উঠবে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশ যদি ধবলধোলাই করতে পারে তবে তিন নম্বরে নেমে আসবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং পয়েন্ট হবে ১০২। ৮৫ রেটিং পয়েন্ট নিয়ে আটে উঠবে বাংলাদেশ।

দ.আফ্রিকা ১-০ তে সিরিজ জিতলে দলটির রেটিং হবে ১০৯। স্বাগতিকরা ২-০ তে জিতলে বাংলাদেশ ২ রেটিং পয়েন্ট হারাবে। রেটিং পয়েন্ট হবে ৭২। দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ১১১। এতে করে শীর্ষস্থানে থাকা ভারতের সাথে ব্যবধান এক রেটিং পয়েন্ট কমবে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।