ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অ্যাশেজ থেকে ছিটকে গেলেন প্যাটিনসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
অ্যাশেজ থেকে ছিটকে গেলেন প্যাটিনসন অ্যাশেজ থেকে ছিটকে গেলেন প্যাটিনসন-ছবি:সংগৃহীত

ইনজুরির কারণে সম্ভাবনাময় পেসার হয়েও নিজের ক্যারিয়ার লম্বা করতে পারছেন না জেসম প্যাটিনসন। সর্বশেষ কাঁধের ইনজুরির কারণে অনির্দিষ্ট সময়ের বিরতি নিতে হচ্ছে অস্ট্রেলিয়ান এ তারকাকে। ফলে দেশের মাটিতে খেলা হচ্ছে না ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক অ্যাশেজ টেস্ট সিরিজ।

এর আগে একই ইনজুরির কারণে গত বাংলাদেশ সিরিজেও অংশগ্রহন করতে পারেননি প্যাটিনসন। এ ব্যাপারে তিনি বলেন, ‘অবশ্যই আমি খু্বই হতাশ, কিছুদিন আগেই আমি নিজেকে দারুণ ভাবে প্রস্তুত করেছিলাম।

২০১১ সালে টেস্টে অভিষেক হলেও ইনজুরির কারণে কখনওই নিজেকে স্থির করতে পারেননি ডানহাতি পেসার প্যাটিনস। তবে তার পারফরম্যান্স বেশ আলোকিত করেছিলো অজিদের। যার প্রমাণ হিসেবে মাত্র ১৭ টেস্টে ৭০টি উইকেট নিয়েছেন তিনি।

আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে এবারের পাঁচ ম্যাচের অ্যাশেজ। যেখানে প্রথম টেস্টটি আয়োজিত হবে ব্রিসবেনের গ্যাবায়।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।