ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ‘ইভেন্ট দূত’ অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৭
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ‘ইভেন্ট দূত’ অ্যান্ডারসন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ‘ইভেন্ট দূত’ অ্যান্ডারসন-ছবি:সংগৃহীত

আইসিসি ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১০০ দিনের কাউনডাউন শুরু হয়ে গেছে। আর এই দিনে সংস্থাটি নিউজিল্যান্ডের অলরাউন্ডার কোরে অ্যান্ডারসনকে আসরটির ইভেন্ট দূত হিসেবে ঘোষণা করলো। ১৬ দলের এ টুর্নামেন্টটি এবার আয়োজন করছে নিউজিল্যান্ড।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বাদশ এ আসরটি কিউইরা আয়োজন করছে তৃতীয়বারের মতো। যেটি ১৩ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

চারটি শহরের সাতটি ভেন্যুতে খেলাগুলো অনুষ্ঠিত হবে।

অ্যান্ডারসন জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে দুটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন। সর্বপ্রথম মালেশিয়ার অনুষ্ঠিত ২০০৮ বিশ্বকাপ ও নিউজল্যান্ডে ২০১০ বিশ্বকাপে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ০৫ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।