ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে দলে ফিরলেন নাসির, নতুন মুখ সাইফউদ্দিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৭
ওয়ানডে দলে ফিরলেন নাসির, নতুন মুখ সাইফউদ্দিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে নাসির হোসেনকে রাখার সম্ভাবনা আগেই জানা গিয়েছিল। হলোও তাই। আনুষ্ঠানিকভাবে মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ছিলেন ২৫ বছর বয়সী নাসির। প্রত্যাশার প্রতিদান দিতে না পারায় দ. আফ্রিকার সফরের টেস্ট দল থেকে বাদ পড়েন পরীক্ষিত এ ব্যাটিং অলরাউন্ডার।

তবে ওয়ানডেতে তার ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা। নাসির সবশেষ একদিনের ম্যাচ খেলেছেন গত মে মাসে ডাবলিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে।

টেস্ট থেকে সাময়িক বিশ্রাম নেওয়ায় প্রোটিয়াদের বিপক্ষে সাদা পোশাকে সাকিব আল হাসানকে মিস করছে টিম বাংলাদেশ। ওয়ানডে সিরিজ দিয়ে দলের সঙ্গে যোগ দেবেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এদিকে নাসির ছাড়াও প্রায় দু’বছর পর ওডিআই স্কোয়াডে ফিরেছেন টেস্ট দলে থাকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাস। নতুন মুখ দু’টি টি-টোয়েন্টি খেলা ২০ বছর বয়সী পেসার মোহাম্মদ সাইফুদ্দিন।

আগামী ১৫ অক্টোবর (রোববার) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। পরের দু’টি যথাক্রমে ১৮ ও ২২ অক্টোবর। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজে (২৬ ও ২৯ অক্টোবর) মুখোমুখি হবে দু’দল।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন কুমার দাস, নাসির হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, সাইফ উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ৫ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।