ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আরেকবার বিপিএল জিততে চান সাকিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৭
আরেকবার বিপিএল জিততে চান সাকিব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বিপিএলে এই পর্যন্ত চারটি আসর অনুষ্ঠিত হয়েছে। যার তিনটিতেই শিরোপা জিতেছে বর্তমান ঢাকা ডায়নামাইটস ও প্রথম দুই আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্স নামে খেলা দলটি। প্রথম দুই আসরে গ্ল্যাডিয়েটর্সদের টানা শিরোপা এসেছিল বাংলাদেশ ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে। তৃতীয় আসরে এসে ঢাকার সেই শিরোপায় ভাগ বসায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এখানেও সেই ‘মাশরাফি নেতৃত্ব’।

তবে চতুর্থ আসরে প্রথমবারের মতো সাকিবের অধিনায়কত্বে শিরোপা জেতে কোন দল। সেটা আর কেউ নয়; প্রথম দুই আসরের টানা চ্যাম্পিয়ন ঢাকা।

আগামী ৩ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বিপিএলের পঞ্চম আসর। যেখানে আরেকবার শিরোপা জয়ের উৎসব করতে চাইছেন ঢাকা ডায়নামাইটস দলপতি ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

কীভাবে? গত আসরে শিরোপা ঘরে তুলতে সাকিব এন্ড কোং ঠিক যে খেলাটি খেলেছিল, সেভাবেই। সাথে থাকবে দলটির ভয়ডরহীন এবং ইতিবাচক ক্রিকেট।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাজধানীর একটি হোটেল নিজ দল ঢাকা ডায়নামাইটসের নতুন জার্সি ও লোগো উন্মেচন অনুষ্ঠানে এসে তিনি সংবাদমাধ্যমকে এসব কথা বলেন। সাকিব্ বলেন, ‘টার্গেট একটাই আমাদের সেটা হলো চ্যাম্পিয়ন হওয়া। কিন্তু এটা কেউই নিশ্চিত করে বলেতে পারবে না। আমাদের চেষ্টা থাকবে গত বছর মাঠে যেভাবে পারফর্ম করেছি ওভাবেই যেন পারফর্ম করতে পারি। আমাদের মাঠের টার্গেট থাকবে ভীতিহীন ও ইতিবাচক ক্রিকেট খেলা। ’

ভয়ডরহীন ও ইতিবাচক ক্রিকেটের পাশাপাশি দ্বিতীয় শিরোপা জিততে সাকিব ভরসা পাচ্ছেন দলের বিদেশি প্লাটুনেও। কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শহীদ আফ্রিদি, মোহাম্মদ আমির, শাহেন শাহ আফ্রিদি, এভিন লুইস, কেভন কুপার ও সুনিল নারাইনের মতো বিশ্বমানের ক্রিকেটাররা আছেন বলেই হয়তো।

‘আমার কাছে মনে হয় না বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে এর চাইতে ভালো রিক্রুটমেন্ট হয়। আমরা বেস্ট পসিবল দলটাই পেয়েছি। এখন আমাদের কাজ মাঠে পারফর্ম করা। ’

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেটকে মোকাবেলার মধ্য দিয়ে এবারের বিপিএল মিশন শুরু করেব সাকিবের ঢাকা ডায়নামাইটস।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ৫ অক্টোবর, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।