ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নাঈমের ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
নাঈমের ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি নাঈমের ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি-ছবি:সংগৃহীত

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির দেখা পেলেন নাঈম ইসলাম। রংপুর বিভাগের হয়ে জাতীয় লিগে ঢাকা বিভাগের বিপক্ষে গতকাল প্রথম দিনই সেঞ্চুরি তুলে নিয়েছিলেন। সেই সঙ্গে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছিলেন সাত হাজার রানের মাইলফলক।

খুলনায় ম্যাচের দ্বিতীয় দিন ১২০ রানে অপরাজিত থাকা নাঈম আবারও ব্যাটিং শুরু করেন। যেখানে ডাবল সেঞ্চুরি করতে খেলেন ৩৪১ বল।

শেষ পর্যন্ত ৩৪৯ বলে ২১৬ রান করে বিদায় নেন। তার ইনিংসটিতে ছিলো ২৩টি চার ও ৫টি ছক্কা।

প্রথম শ্রেণির ক্রিকেটে নাঈমের আগের সেরা রান ছিলো ১৮৫। বাংলাদেশ ক্রিকেট লিগে বিসিবি উত্তরাঞ্চলের হয়ে এই রান করেছিলেন তিনি।

আগের দিন ক্যারিয়ারের সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করা নাঈম জাতীয় দলের নির্বাচকদের আরও একবার বার্তা দিয়ে রাখলেন। তার আগে সাত হাজার রান করেছিলেন তুষার ইমরান, অলোক কাপালি, রাজিন সালেহ, ফরহাদ হোসেন, মোহাম্মদ আশরাফুল ও শাহরিয়ার নাফিস।  

সেঞ্চুরি সংখ্যায় অবশ্য নাঈম দেশের দ্বিতীয়। শুক্রবারের সেঞ্চুরি প্রথম শ্রেণির ক্রিকেটে তার ২৩তম। ২৪ সেঞ্চুরিতে ওপরে আছেন কেবল তুষার ইমরান।

এবারের জাতীয় লিগে নাঈমের এটি দ্বিতীয় সেঞ্চুরি। গত মৌসুমে বাংলাদেশ ক্রিকেট লিগে করেছিলেন ৪টি সেঞ্চুরি। সব মিলিয়ে সবশেষ ১০টি প্রথম শ্রেণির ম্যাচে করলেন ৬টি সেঞ্চুরি। ‍

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ১৪ অক্টোবর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।