ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে তৃতীয় ম্যাচও পরিত্যক্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
বৃষ্টিতে তৃতীয় ম্যাচও পরিত্যক্ত ছবি: সংগৃহীত

সফরকারী আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় ম্যাচটিও একই কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

প্রথম ম্যাচটিতে আইরিশরা ব্যাটিং ইনিংস শেষ করলেও টাইগারদের ইনিংসের অর্ধেক পথেই থেমে যায়। আর তৃতীয় ওয়ানডেতে কোনো বলই মাঠে গড়াতে পারেনি।

তবে, দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় তুলে নেয় বাংলাদেশ ‘এ’ দল। আইরিশদের ৩ উইকেটে হারিয়ে দেয় টাইগাররা। ফলে, দ্বিতীয় ম্যাচ জেতায় টাইগারদের ‘এ’ দলটি ১-০তে লিড ধরে রেখেছে।

কক্সবাজারে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) আগে ব্যাট করা আইরিশরা ৪৮.১ ওভারে গুটিয়ে যাওয়ার আগে তোলে ১৯৫ রান। জবাবে, ব্যাটিংয়ে নেমে ৪৬.৩ ওভার ব্যাট করে বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছে যায়।

আগামী ২৪ অক্টোবর সিরিজের চতুর্থ ও ২৬ অক্টোবর সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা। চতুর্থ ম্যাচটি হবে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে। তবে, শেষ ম্যাচটি মূল স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে বলে পূর্ব ঘোষিত সূচিতে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ২১ অক্টোবর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।