ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লঙ্কানদের গুঁড়িয়ে টি-টোয়েন্টিতেও দুর্দান্ত পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
লঙ্কানদের গুঁড়িয়ে টি-টোয়েন্টিতেও দুর্দান্ত পাকিস্তান ছবি: সংগৃহীত

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ (৫-০) হওয়ার পর টি-২০ সিরিজের শুরুতেও বিবর্ণ ‘নড়বড়ে’ টিম নিয়ে নামা শ্রীলঙ্কা। শেষ ম্যাচ খেলতে লাহোরে যেতে যারা ইচ্ছুক তাদের নিয়ে সাজানো হয়েছে স্কোয়াড। সিনিয়রদের মধ্যে অনেকের অনুপস্থিতিতে ছন্দে থাকা পাকিস্তানের কাছে স্রেফ উড়ে গেড়ে লঙ্কানরা। ১০৩ রানের সহজ লক্ষ্যটা ১৬ বল ও সাত উইকেট হাতে রেখে অনায়াসেই টপকে যায় সরফরাজ আহমেদের দল।

শোয়েব মালিক ৪২ ও মোহাম্মদ হাফিজ ২৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ফখর জামান ৬, আহমেদ শেহজাদ ২২ ও বাবর আজম ১ রান করে আউট হন।

আবুধাবিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান সরফরাজ। হাসান আলীদের বোলিংয়ের সামনে ভেঙে পড়ে পুরো ব্যাটিং লাইনআপ। ৯ বল বাকি থাকতে ১০২ রানে অলআউট শ্রীলঙ্কা। ওপেনার দানুস্কা গুনাথিলাকা ১৮ ও সাদিরা সামারাউইকরামা ২৩ করে আউট হন। ২৩ রানে অপরাজিত থাকেন সেকুজে প্রসন্ন।

ছয় বোলারের প্রত্যেকেই উইকেট উদযাপন করেন। ইনফর্ম হাসান আলী তিনটি দখল করেন। দু’টি করে নেন পঞ্চম ওয়ানডের পাঁচ উইকেটশিকারী উসমান খান ও মোহাম্মদ হাফিজ। ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ ও লেগস্পিনার শাদাব খান নেন একটি করে।

শুক্রবার (২৭ অক্টোবর) একই গ্রাউন্ডে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল। দু’দিন পর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গড়াবে বহুল প্রতিক্ষীত তৃতীয় ও শেষ টি-২০। এর মধ্য দিয়ে ২০০৯ সালে টিম বাসে সন্ত্রাসী হামলার পর প্রথমবারের মতো পাকিস্তান সফর করবে শ্রীলঙ্কা দল।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।