ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাজশাহীর অধিনায়ক স্যামি, ডেপুটি মুশফিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
রাজশাহীর অধিনায়ক স্যামি, ডেপুটি মুশফিক ছবি: আবু বকর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: ওয়েস্ট ইন্ডিজের সিনিয়র অলরাউন্ডার ও দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামিকে রাজশাহী কিংসের অধিনায়ক ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে দলের ম্যানেজার মোহাম্মদ সাঈদ এমন তথ্য নিশ্চিত করেন। এ সময় দলের সহ-অধিনায়ক হিসেবে মুশফিক রহিমের নাম ঘোষণা করা হয়।

 

ড্যারেন স্যামি ও মুশফিকের অভিজ্ঞতা রাজশাহীকে টেনে নিয়ে যেতে সক্ষম বলে মন্তব্য করেন তিনি। এসময় টিম ম্যানেজার, দলীয় অধিনায়ক, সহ-অধিনায়ক জার্সি উন্মোচন করেন।

অধিনায়কত্ব পেয়ে ড্যারেন স্যামি বলেন, সেরাটা দিয়ে দলকে এগিয়ে নিতে চাই। সহ-অধিনায়ক হিসেবে মুশফিক মানসম্মত খেলোয়াড় উল্লেখ করে তিনি বলেন, মুশফিকের সঙ্গে দলের সব খেলোয়াড়রা আমাকে সহায়তা করবেন বলে আমি আশাবাদি। এবারে সব দল সমান শক্তিশালী, খেলায় প্রতিযোগিতা হবে।

সহ-অধিনায়ক মুশফিক জানান, আমাদের টিম খুবই ভালো হয়েছে। গত বছর থেকেও এবারের টিম ভালো। অতিরিক্ত প্লেয়াররাও ভালো। শুরুটা ভালো করতে চাই আর সেটা শেষ অবধি ধরে রাখতে চাই।

টাইগারদের টেস্ট দলপতি মুশফিক রাজশাহীকে অন্যরকম ব্যালেন্সড টিম উল্লেখ করে বলেন, ‘আমি পেছন থেকে চেষ্টা করবো দলকে ভালো কিছু দেওয়ার। আমি এই সুযোগ নেওয়ার জন্য মুখিয়ে আছি। ’

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এনইউ/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।