ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

ক্রিকেট

ইয়াং টাইগার অনুর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন পাবনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫০, নভেম্বর ২০, ২০১৭
ইয়াং টাইগার অনুর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন পাবনা চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী জেলা প্রশসক মো. হেলাল মাহমুদ শরীফ- ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে ইয়াং টাইগার অনুর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে পাবনা চ্যাম্পিয়ন হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে ফাইনাল খেলায় সফরত পাবনা জেলা ১ উইকেটে স্বাগতিক রাজশাহীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলার শুরুতে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে নিজেদের ঝুড়িতে ২০১ রান তুলে নেয় স্বাগতিকরা।

দলের পক্ষে লড়াকু নাজমুল হোসেন সর্বোচ্চ ৬০ রান করেন। এছাড়া আশরাফুল ২৩, আবদুল আল সিয়াম ৩৬, রহিম আহমেদ ২৪ রান করেন।

বিপক্ষে সাব্বির আলম ২৪ রানে ২টি, মোমিন পারভেজ ৫০ রানে ৩টি ও সাগর ৩৬ রানে ২টি উইকেট তুলে নেন। অন্যরা একটি করে উইকেট পান।

সফররত পাবনা জেলা ২০২ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে ৯ উইকেট হারিয়ে টার্গেট পূরণ করে (২০২)। দলের পক্ষে সাব্বির আলম ৪৭, সালাউদ্দিন ৫৪ ও মাহমুদুল হাসান ২৫ রান করেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে ট্রফি তুলে দেন রাজশাহী জেলা প্রশসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. হেলাল মাহমুদ শরীফ।  

এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাফিউস সামস প্যাডি, সিলেক্টর শাহ নেওয়াজ শানু, ভেন্যু ম্যানেজার সাইফুল্লাহ খান জেম প্রমুক।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।