ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আইপিএলে নেহরার কোচিং অভিষেক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
আইপিএলে নেহরার কোচিং অভিষেক ছবি: সংগৃহীত

সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলের নবম আসরের শিরোপা জয়ী আশিস নেহরাকে এবার বোলিং কোচের ভূমিকায় দেখা যাবে। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচিং স্টাফে নাম লিখিয়েছেন ভারতের সাবেক পেস আইকন।

গত বছরের নভেম্বরে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন ৩৮ বছর বয়সী নেহরা। ১৮ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ১৩২টি অফিসিয়াল টি-টোয়েন্টি ম্যাচে ১৬২ উইকেট নিয়েছেন নিজের প্রজন্মের অন্যতম সেরা এই বাঁহাতি ফাস্ট বোলার।

যেকোনো ফরমেটে এটিই তার প্রথম কোচিং চ্যালেঞ্জ।

এদিকে, টিম ইন্ডিয়াকে ২০১১ বিশ্বকাপ জেতানোর কারিগর দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেনকে ব্যাটিং কোচ হিসেবে যুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। আবারো হেড কোচ পদে থাকছেন ড্যানিয়েল ভেট্টোরি। তিনবারের (২০০৯, ২০১১, ২০১৬) রানার্সআপ তারকাসমৃদ্ধ বেঙ্গালুরু এখনো শিরোপার স্বাদ পায়নি। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে।

আগামী ৪ এপ্রিল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় টি-২০ টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশতম আসরের পর্দা উঠবে। গত বছরের শ্বাসরুদ্ধকর ফাইনালে রাইজিং পুনে সুপারজায়ান্টকে ১ রানে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নের আসনে বসে মুম্বাই ইন্ডিয়ান্স। এবার ফিক্সিং অপরাধে দু’বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ২ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।