ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

মাশরাফি-সাকিবদের অনুশীলনে হঠাৎ অমিতাভ রেজা

স্পেশাল করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১২, জানুয়ারি ৩, ২০১৮
মাশরাফি-সাকিবদের অনুশীলনে হঠাৎ অমিতাভ রেজা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনের অনুশীলনের একেবারে শেষ। মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমির নেটে ব্যাটিং অনুশীলন করে বের হয়ে যাচ্ছেন টাইগার ব্যাটসম্যানরা। এর মধ্যেই হঠাৎ এসে হাজির হলেন জনপ্রিয় নির্মাতা ও পরিচালক অমিতাভ রেজা।

তার ভাগ্যটাও বেশ সুপ্রস্ন বলতেই হবে। কেননা তিনি যখন একাডেমির মাঠের গেট থেকে নেমে কিছুটা সামনে এগিয়ে গেছেন তখনই নেটে ব্যাটিং অনুশীলন করে ফিরছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমসাকিবকে পেয়েই সেখানে দাঁড়িয়ে গল্পে মশগুল হয়ে ওঠেন বাংলাদেশের এই স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব। তবে খুব বেশিক্ষণ চালিয়ে যেতে পারেননি। মিনিটি পাঁচেক স্থায়ী হয়েছিল তাদের কথোপকথন।

তার সাথে আলাপ শেষে ক্লান্ত সাকিব বেরিয়ে চলে গেলেন। মাশরাফি বিন মর্তুজা একাডেমির মাঠ ছেড়ে ততক্ষণে বেরিয়ে গেছেন। সাকিবের সঙ্গে কথা চলাকালীন অমিতাভ রেজাদের টিমের একজন এসে মাশরাফিরও খোঁজ নিয়ে গেলেন।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ৩ জানুয়ারি, ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।