ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অজি দল থেকে বাদ পড়লেন ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
অজি দল থেকে বাদ পড়লেন ম্যাক্সওয়েল ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওডিআই সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে এটিই বড় চমক। অজি অধিনায়ক স্টিভেন স্মিথ সতর্কবার্তাই উচ্চারণ করেছেন, ট্রেনিংয়ের অভ্যাসে উন্নতি করবে হবে অন্যথায় ২০১৯ বিশ্বকাপ শিরোপা ধরে রাখার পরিকল্পনার বাইরে থাকার সম্ভাবনা ফেস করতে হবে ম্যাক্সওয়েলকে।

ম্যাক্সওয়েলের জায়গায় ১৪ সদস্যের টিমে ডাক পেয়েছেন টি-টোয়েন্টি স্পেশালিস্ট ক্রিস লিন। চলমান অ্যাশেজ সিরিজে ম্যাথু ওয়েডের পরিবর্তে উইকেটরক্ষক হিসেবে দারুণ ণৈপুণ্যের পুরস্কার পেয়েছেন টিম পেইন।

ওয়ানডে সিরিজেও উইকেটের পেছনে কিপিং গ্লাভস হাতে দেখা যাবে তাকে। ৩৩ বছর বয়সী পেইন সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন ২০১১ সালে অজিদের বাংলাদেশ সফরে।

টানা তিন ম্যাচ জিতে ইতোমধ্যেই টেস্ট সিরিজ জিতে অ্যাশেজ ট্রফি পুনরুদ্ধার করেছে স্মিথের দল। মেলবোর্নে চতুর্থ টেস্ট ড্রয়ে নিষ্পত্তি হয়েছে। সিডনিতে পঞ্চম ও শেষ টেস্ট ৪ জানুয়ারি থেকে। আগামী ১৪ জানুয়ারি ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে। বাকি চার ম্যাচ যথাক্রমে ১৯, ২১, ২৬, ২৮ জানুয়ারি।

অস্ট্রেলিয়া ওয়ানডে স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, ট্রাভিস হেড, ক্রিস লিন, মিচেল মার্শ, মার্কাস স্টইনিস, টিম পেইন (উইকেটরক্ষক), জাই রিচার্ডসন, প্যাট কামিন্স,  মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ৩ ডিসেম্বর, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।