ওয়ানডে মেজাজে ২৫তম টেস্ট ফিফটি তুলে নেন তামিম ইকবাল। অর্ধশতক হাঁকিয়ে বেশিদূর এগোতে পারেননি।
এ রিপোর্ট লেখা অবধি দলীয় সংগ্রহ ২৪ ওভার শেষে ১ উইকেটে ১১২। ইমরুল ৩৫ ও মুমিনুল হক ২৩ রানে ব্যাট করছেন।
দীর্ঘদিন পর টেস্ট স্কোয়াডে ফিরলেও একাদশে সুযোগ পাননি অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। সাদা পোশাকে অভিষিক্ত হয়েছেন তিনটি ওয়ানডে খেলা সানজামুল ইসলাম।
অধিনায়কত্ব ফিরে পেয়ে প্রথম টেস্টেই খেলতে পারছেন না সাকিব আল হাসান। সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে লঙ্কানদের বিপক্ষেই ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে ছিটকে যান বিশ্বসেরা অলরাউন্ডার। তার অনুপস্থিতিতে টেস্টে টাইগারদের দশম অধিনায়ক হিসেবে নেতৃত্বের অভিষেক হলো ডেপুটি মাহমুদউল্লাহর।
প্রায় চার বছর পর অনেকটা হঠাৎ করেই ডাক পান প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেটের মালিক ৩৫ বছর বয়সী রাজ্জাক। সাকিব না থাকায় একাদশে থাকারও জোরালো সম্ভাবনা ছিল। কিন্তু লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের অপেক্ষাটা আরও দীর্ঘায়িত হলো। আগামী ৮ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু। এই ম্যাচে সাকিবকে পাওয়ার প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস (উইকেটরক্ষক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), রোশেন সিলভা, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাখ, সুরাঙ্গা লাকমল, লক্ষণ সান্দাকান, লাহিরু কুমারা।
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০১৮
এমআরএম