ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুশফিকের পর মাহমুদউল্লাহর বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
মুশফিকের পর মাহমুদউল্লাহর বিদায় ছবি: সংগৃহীত

কলম্বোতে ত্রিদেশীয় টি-২০ সিরিজের হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে চার উইকেট হারিয়ে চাপের মুখে বাংলাদেশ। সবশেষ মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

এ রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ১১ ওভার শেষে চার উইকেটে ৭২। লিটন দাস ২০ রানে ব্যাট করছেন।

অপর প্রান্তে সাব্বির রহমান।

নবম ওভারে বিজয় শংকরের বল গ্লাভসবন্দি করেই জোরালো আবেদনের সঙ্গে রিভিউর ইঙ্গিত দেন উইকেটরক্ষক দিনেশ কার্তিক। রিপ্লেতে দেখা যায়, বল ছুঁয়েছে মুশফিকুর রহিমের (১৮) ব্যাট। সিদ্ধান্ত পাল্টে আউটের সিগন্যাল দেখান আম্পায়ার।

রিভিউ নিয়ে এলবিডব্লু আউটের হাত থেকে বেঁচে গিয়ে ইনিংসটা লম্বা করতে পারেননি তামিম ইকবাল (১৫)। টানা দু’টি চার মেরে শারদুল ঠাকুরের করা পঞ্চম ওভারের শেষ বলের বাউন্সারে শর্ট ফাইন লেগে ক্যাচ তুলে দেন। তৃতীয় ওভারে জয়দেব উনাদকাতের বলেও একই জায়গায় ধরা পড়েন সৌম্য সরকার (১৪)।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। দু’দিন আগে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার কাছে হার মানে ধোনি-কোহলিবিহীন ভারত। ১৭৫ রানের টার্গেট পাঁচ উইকেট ও ৯ বল হাতে রেখে অনায়াসেই টপকে যায় স্বাগতিক শিবির। সিনিয়রদের অনুপস্থিতিটা ভালোভাবেই টের পায় টিম ইন্ডিয়া।

বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি ছাড়াও এই সিরিজটিতে বিশ্রামে অলরাউন্ডার হার্দিক পাণ্ডে, দুই পেস সেনসেশন ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহ। কোহলির অধিনায়কত্ব রোহিত শর্মার কাঁধে।

সাকিব আল হাসানকে মিস করছে বাংলাদেশ। আঙুলের ইনজুরি পুরোপুরি সেরে না ওঠায় প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে বিশ্বসেরা অলরাউন্ডার। দলের নেতৃত্বে মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, সুরেশ রায়না, মানিশ পাণ্ডে, রিশভ প্যান্ট, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, বিজয় শংকর, জয়দেব উনাদকাত, যুজভেন্দ্র চাহাল, শারদুল ঠাকুর।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ৮ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।