ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

লর্ডস টেস্টে ভারতের বিপক্ষে নেই স্টোকস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০২, মার্চ ১২, ২০১৮
লর্ডস টেস্টে ভারতের বিপক্ষে নেই স্টোকস ছবি: সংগৃহীত

চলতি মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেই দলে ফিরেছেন বেন স্টোকস। যেখানে আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ প্রমাণিত করেন তিনি। কিন্তু ব্রিস্টলে সেই নাইটক্লাবের বাইরে হাতাহাতির মামলা থেকে এখনও রেহাই পাননি ইংলিশ এই অলরাউন্ডার।

ব্রিস্টলের ক্রাউন কোর্টে আগামী ৬ আগস্ট স্টোকসকে আবারও হাজিরা দিতে হবে। যেখানে ট্রায়াল পাঁচ থেকে সাতদিন পর্যন্ত চলবে।

ফলে লর্ডসে আসন্ন ভারতের বিপক্ষে টেস্টে খেলতে পারবেন বিতর্কিত এই তারকা।

ব্রিস্টল কাণ্ডের পর ইংল্যান্ডের হয়ে অস্ট্রেলিয়া সফরে পুরো অ্যাশেজ সিরিজই খেলতে পারেননি ২৬ বছর বয়সী স্টোকস। পরে যথাক্রমে খেলতে পারেননি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছেন তিনি।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ১২ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ