ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রুমানাদের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
রুমানাদের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা নারী ক্রিকেট দলের কয়েকজন সদস্য

ঢাকা: স্বাগতিক দক্ষিণ আ‌ফ্রিকা নারী ক্রিকেট সঙ্গে পাঁচ ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিকে সামনে রেখে সফরকারী ১৬ সদ‌স্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সফরে ওয়ানডে দলের নেতৃত্ব দিবেন রুমানা আহমেদ ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সালমা খাতুন।

১৬ দলে যারা আছেন; রুমানা আহমেদ, সালমা খাতুন, নিগার সুলতানা, ফারজানা হক পিংকি, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমীম, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, সোবহানা মুশতারি, মুর্শিদা খাতুন ও জাহানারা আলম।

সিরিজে অংশ নিতে আগামী ২৯ এপ্রিল দক্ষিণ আ‌ফ্রিকা পৌঁছাবে কোচ ডেভিড ইয়াংয়ের শিষ্যরা।

২ মে প্রস্তুতি ম্যাচ শেষে ৪ মে সেনওয়েস পার্কে সিরিজের ওয়ানডেতে স্বাগতিকদের মোকাবেলা করবে সফরকারীরা।

৬ মে একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে। তৃতীয়টি ৯ মে ডায়মন্ড ওভালে, ১১ মে'র চতুর্থ ম্যাচটিও সেখানে। পঞ্চম ও শেষটি ১৪ মে ম্যাংগুয়াং ওভালে।

টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ মে থেকে। কিম্বার্লির ডায়মন্ড ওভালে ওইদিন সিরিজের প্রথম ম্যাচের পর ১৯ মে ম্যাংগুয়াং ওভালে খেলবে দ্বিতীয় ম্যাচ।

২০ মে একই ভেনুতে ম্যাচের মধ্য দিয়ে সিরিজের সমাপ্তি টানবে দুই দল।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
এইচএল/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।