ছবি: সংগৃহীত
ইনজুরির কারণে চলমান আইপিএলের আর কোনো ম্যাচ খেলতে পারবেন না সানরাইজার্স হায়দ্রাবাদের ফাস্ট বোলার বিলি স্ট্যানল্যাক। গত রোববার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে আঙ্গুলে গুরুতর চোট পান অস্ট্রেলিয়ান এ পেসার।
স্ট্যানল্যাকের পরিবর্তে হায়দ্রাবাদ অবশ্য এখনও কোনো ক্রিকেটারকে দলে নেয়নি। তবে দলের অন্য সেরা পেসার ভুবেনশ্বর কুমারও ইনজুরিতে পড়ায় চিন্তায় পড়েছে দলটি।
কিন্তু ২০১৬ সালের চ্যাম্পিয়নদের বেঞ্চে সন্দিপ শর্মা, বাসিল থাম্পি, নাতারঞ্জন ও খলিল আহমেদের মতো তরুণ পেসাররা রয়েছেন।
চলতি টুর্নামেন্টে ১৪০ কিলোমিটার গতিতে বল করে মুগ্ধ করেছেন স্ট্যানল্যাক। যেখানে ৪ ম্যাচে ৮.১২ ইকোনোমিতে তিনি ৫টি উইকেট পেয়েছেন।
এর আগে ২০১৭ সালে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দলে ছিলেন স্ট্যানল্যাক। পরে নিলামে ৫০ লাখ ভারতীয় রুপিতে এ মৌসুমে হায়দ্রাবাদ তাকে দলে ভেড়ায়।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ২৫ এপ্রিল, ২০১৮
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।