৬৬ ও ৭৪ রানে আরো দুই উইকেট হারিয়ে কোণঠাসা চেন্নাই ততক্ষণে ম্যাচের মাঝামাঝি, ৯ ওভার শেষে সংগ্রহ এমনটাই।
পঞ্চম উইকেটে ব্যাট করতে নামা ধোনি শুরু করলেন ছক্কা হাঁকিয়ে।
১৩তম ওভারের পরই ম্যাচের ভাগ্য চেন্নাইয়ের দিকে গড়াতে থাকে। তবে শেষ ওভারে এসে নাটকীয় রূপ নেয়। কারণ জয়ের জন্য প্রয়োজন ছিলো ১৬ রান। ম্যাচের এই অবস্থায় হয়তো অল্প বিস্তর চাপ ছিলো। কিন্তু কোরি অ্যান্ডারসনের ওভারের প্রথম বলে চার মেরে সেই চাপ অনেকটাই কমালেন ডুয়াইন ব্রাভো।
পরের বলটিকে বানালেন ৬। ব্যাস, জয়ের অকেটাই সামনে এসে দাঁড়াল চেন্নাই। তৃতীয় বলটি সিঙ্গেল নিয়ে ধোনিকে স্ট্রাইক দিলেন ব্রাভো। সুযোগটি হাতছাড়া করেননি। চতুর্থ বলটি ওয়াইড লংঅনের অনেক উপর দিয়ে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে।
ধোনি ৩৪ বলে খেলে অপরাজিত ছিলেন ৭০ রানে। আর ৫৩ বলে ৮২ রানের দায়িত্বশীল এক ইনিংস থেকে রান আউটের ফাঁদে পড়েন রাইডু।
চেন্নাইয়ের চার উইকেটের ২টি নিয়েছেন চাহাল, আর পবন নেগি ও উমেশ যাদব নিয়েছেন ১টি করে।
এর আগে বুধবার (২৫ এপ্রিল) চিন্মাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে কুইন্টন ডি ককের ৩৭ বলে ৫৩ এবং ডি ভিলিয়ার্সের ৩০ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংসে ৮ উইকেটে ২০৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
চেন্নাইয়ের হয়ে বল হাতে ডুয়াইন ব্রাভো, ইমরান তাহির ও শারদুল ঠাকুর ২টি করে উইকেট নিয়েছেন। বাকি ২টি রান আউট।
ম্যাচ সেরা হয়েছেন ধোনি।
বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এইচএল/জেডএস