ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোহলিসহ আফগানদের বিপক্ষে নেই ৯ ভারতীয়!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, মে ৫, ২০১৮
কোহলিসহ আফগানদের বিপক্ষে নেই ৯ ভারতীয়! ছবি: সংগৃহীত

আসছে ১৪ জুন ভারতের বিপক্ষে ঐতিহাসিক অভিষেক টেস্ট খেলতে নামবে আফগানিস্তান। তবে সে ম্যাচে নামার আগে দুঃসংবাদই শুনতে হচ্ছে ক্রিকেটের নতুন পরাশক্তি আফগানদের। যেখানে ইতোমধ্যে ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি জানিয়ে দিয়েছেন তিনি খেলবেন না। এ নিয়ে অবশ্য ভারতীয় বোর্ডের সঙ্গে তার কিছুটা শীতল যুদ্ধ চলছে। 

এরই মধ্যে নতুন করে আরও কিছু তারকা ক্রিকেটাররে নাম সামনে এসেছে, যারা এই টেস্ট হয়তো খেলবেন না।

জুনের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে ভারত।

সেই সিরিজকে সামনে রেখেই কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রথমবারের মতো ইংলিশ কাউন্টি খেলবেন কোহলি। বোর্ড চাইছে না দেশের খেলা বাদ দিয়ে কাউন্টিতে যাক অধিনায়ক। কিন্তু এরই মধ্যে কাউন্টির ক্লাব সারের সঙ্গে চুক্তি করে ফেলেছেন ভারতীয় এই রেকর্ড বয়।

এবার সেই না খেলার তালিকায় যোগ হচ্ছে আরও ৮টি নাম। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, অজিঙ্কে রাহানে, চেতশ্বর পুজারা, মুরালি বিজয় ও শিখর ধাওয়ানও থাকবেন না আফগানিস্তানের বিপক্ষে টেস্টে।

এদের মধ্যে পুজারা ও ইশান্ত শর্মা এখনই আছেন ইংল্যান্ডে। তারাও কাউন্টিতে খেলে বেড়াচ্ছেন। আর কোহলি ও অশ্বিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষে ইংল্যান্ড উড়ে যাবেন। তাই সব দিক বিবেচনায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ভাবছে নিদাহাস ট্রফির স্কোয়াডই এই টেস্টের জন্য বিবেচনা করা হবে।

বিসিসিআইয়ের একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ‘কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে টেস্ট বিশেষজ্ঞ ক্রিকেটাররা আগেই যুক্তরাষ্ট্রে চলে যাবে। সেখানে খেলার আগে এমন পরিকল্পনা সবার ভালো লেগেছে। আফগানদের বিপক্ষে সেরাদের না খেলিয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি নেয়াটা কি ভালো হবে না?’

তিনি আরও বলেন, ‘স্বাভাবিক ভাবেই ইংল্যান্ডের কাউন্টিতে খেলতে যাওয়া ক্রিকেটাররা আর দেশে বা অন্য কোথাও যাবে না। তারা ওখানেই দলের সাথে যোগ দেবে। সেক্ষেত্রে আমরা রাহুল দ্রাবিড়ের এ দলের দিকে নজর দিতে পারি। তারা কিছু দিন আগে ওখানে (ইংল্যান্ডে) খেলে এসেছে। ইংল্যান্ডের বিপক্ষে খেলার জন্য ক্রিকেটাররা বিশ্রাম নিক। ’

এর আগে বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল, কোহলির এই টেস্ট না খেলা দেশের পক্ষে খুব বাজে উদাহরণ হবে। আফগানিস্তান ভেবে নেবে, প্রতিপক্ষকে সম্মান দেন না কোহলি। কিন্তু এবার বোর্ড নিজেই আরও ৮ ক্রিকেটারকে সরিয়ে নিয়ে আরও বড় অপমানই করলো আফগানিস্তানকে।

ইংল্যান্ড সফরে ভারতের পাঁচ টেস্টের সিরিজ শুরু হবে ১ আগস্ট। তার আগে একই দলের সঙ্গে জুলাইয়ে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডেও খেলবে টিম ইন্ডিয়া।

বাংলাদেশ সময়ঃ ১৫১২ ঘণ্টা, ০৫ মে, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।