ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

‘সাকিবই সবচেয়ে আন্ডাররেটেড বোলার’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৯, মে ৮, ২০১৮
‘সাকিবই সবচেয়ে আন্ডাররেটেড বোলার’ ভিভিএস লক্ষণ ও সাকিব-ছবি: সংগৃহীত

ব্যাট হাতে ৩৫ রান, বল হাতে ২টি মূল্যবান উইকেট। এই ছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে সোমবারের ম্যাচে সাকিব আল হাসানের পারফরম্যান্স। তবুও তার হাতে ওঠেনি ম্যাচ সেরার পুরস্কার। তবে তাতে সাকিবের অবদান স্বীকার করতে ভোলেননি সানরাইজার্স হায়দ্রাবাদের পরামর্শক ভিভিএস লক্ষণ।

মাত্র ১৪৬ রানেই আটকে যাওয়া হায়দ্রাবাদের দলের দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রানের পাশাপাশি নেন দুই উইকেট। নিজের প্রথম ওভারে ১৩ বলে ২০ রান করা পার্থিব প্যাটেলকে এবং পরের ওভারেই বিপদজনক হয়ে ওঠা ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিকে আউট করে ফেরান।

সাকিবের এমন পারফরম্যান্সের পুরস্কার না পেলেও প্রশংসা পেয়েছেন লক্ষণের কাছ থেকে। ৫ রানে ম্যাচ জয় করে প্লে অফে যাওয়ার পর সংবাদ সম্মেলনে লক্ষণ বলেন, ‘সাকিব প্রায়ই দুটি করে উইকেট নিচ্ছে, রান চেক দিচ্ছে। সে অনেক ঠান্ডা মেজাজের। আমি মনে করি আমাদের বোলারদের মধ্যে সেই সবচেয়ে আন্ডাররেটেড। ’

এছাড়া হায়দ্রাবাদের অন্যান্য বোলারদের প্রশংসা করে লক্ষণ বলেন, ‘আমাদের পাঁচজনই অ্যাটাকিং বোলার। এটাই আমাদের প্লাস পয়েন্ট। ’

এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে উইলিয়ামসন-সাকিবদের অবস্থান শীর্ষেই থেকে গেলো। আর হেরে গিয়ে টেবিলের ছয়ে নেমে গেলো কোহলি-ভিলিয়ার্সদের দল।

বাংলাদেশ সময়ঃ ১৩৩৭, ০৮ মে, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।