মাত্র ১৪৬ রানেই আটকে যাওয়া হায়দ্রাবাদের দলের দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রানের পাশাপাশি নেন দুই উইকেট। নিজের প্রথম ওভারে ১৩ বলে ২০ রান করা পার্থিব প্যাটেলকে এবং পরের ওভারেই বিপদজনক হয়ে ওঠা ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিকে আউট করে ফেরান।
সাকিবের এমন পারফরম্যান্সের পুরস্কার না পেলেও প্রশংসা পেয়েছেন লক্ষণের কাছ থেকে। ৫ রানে ম্যাচ জয় করে প্লে অফে যাওয়ার পর সংবাদ সম্মেলনে লক্ষণ বলেন, ‘সাকিব প্রায়ই দুটি করে উইকেট নিচ্ছে, রান চেক দিচ্ছে। সে অনেক ঠান্ডা মেজাজের। আমি মনে করি আমাদের বোলারদের মধ্যে সেই সবচেয়ে আন্ডাররেটেড। ’
এছাড়া হায়দ্রাবাদের অন্যান্য বোলারদের প্রশংসা করে লক্ষণ বলেন, ‘আমাদের পাঁচজনই অ্যাটাকিং বোলার। এটাই আমাদের প্লাস পয়েন্ট। ’
এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে উইলিয়ামসন-সাকিবদের অবস্থান শীর্ষেই থেকে গেলো। আর হেরে গিয়ে টেবিলের ছয়ে নেমে গেলো কোহলি-ভিলিয়ার্সদের দল।
বাংলাদেশ সময়ঃ ১৩৩৭, ০৮ মে, ২০১৮
এমকেএম/এমএমএস