সাকিবের আইপিএল যাত্রা শুরু হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের হয়ে। দীর্ঘ সাত বছর সেখানে ব্যাট-বলে দারুণ সক্ষমতা দেখানোর পর চলতি আসরে তাকে কিনে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ।
সোমবার (৭ মে) রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে ব্যাট-বলে দারুণ পারফরম্যান্স করেন সাকিব। ব্যাট হাতে ৩৫ রান আর বল হাতে ৩৬ রানে ২ উইকেট নিয়ে দলের জয়ে রাখেন অসাধারণ ভূমিকা। বল হাতে দুই উইকেট নেয়ার পাশাপাশি ৭টি ডট দিয়েছেন তিনি। ৭ম ডট দিয়েই আইপিএলে ৪০০ ডটের রেকর্ড গড়েছেন তিনি।
ক্যারিয়ারে বল হাতেই বেশি উজ্জ্বল সাকিব। রান খরচের দিক দিয়েও তার তুলনা মেলা ভার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ইকোনমি রেট ৬.৭৮, বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টিতে ইকোনমি রেট ৬.৭৯।
বাংলাদশে সময়ঃ ১৬০০ ঘণ্টা, ০৮ মে, ২০১৮
এমএইচএম/এমএমএস