বিরতির পর ৩৬তম ওভারে বল হাতে এসে নিজের দ্বিতীয় বলেই সেট ব্যাটসম্যান শিমরন হ্যাটমায়ারকে ব্যক্তিগত ৫২ রানে কাভার অঞ্চলে সাকিব আল হাসানের হাতে তুলে দিয়ে ক্রিজছাড়া করেন ফিজ। ঠিক তার পরের বলেই রভম্যান পাওয়েলকে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের গ্লাভসে পাঠিয়ে দাঁড়ান হ্যাটট্রিকের সামনে।
তার পরের ওভারেই অধিনায়ক মাশরাফি জ্যাসন হোল্ডারকে ১৭ রানে মোসাদ্দেকের ক্যাচ বানালে জয়ের সুবাস বইতে শুরু করে সফরকারীদের শিবিরে।
রোববার (২২ জুলাই) গায়নায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার ক্রিস গেইল ও এভিন লুইস। দু’জেনের বোঝপড়ায় সিঙ্গেলস, ডাবলস ও বাউন্ডারিতে বড় জুটির দিকে এগিয়ে যাচ্ছিল জ্যাসন হোল্ডারদের ইনিংস। কিন্তু হঠাৎই খেই হারালেন লুইস।
নবম ওভারে মাশরাফির ৪র্থ বলটি মিড অফে উঠিয়ে দিলে সেখান থেকে তা মাহমুদউল্লাহ রিয়াদ তালুবন্দি করলে ১৭ রানে ফিরে যান এ ওপেনার। দ্বিতীয় উইকেটের শিকারি রুবেল হোসেন। নিজের প্রথম ওভারের একেবারে প্রথম বলেই এলবি’র ফাঁদে ফেলেন শেই হোপকে (০৬ রান)।
এরপর ২২তম ওভারে রান আউট হন ‘দানব’ গেইল। ওই ওভারে মোসাদ্দেক হোসেন সৈকতের তৃতীয় বলটি শিমরন হেটমেয়ার শর্ট থার্ডম্যানে ঠেলে দৌড়ের সংকেত না দিলেও ক্রিজের ওই প্রান্ত থেকে দৌড়ে পিচের মাঝ বরাবর চলে আসেন গেইল।
হয়তো তিনি বুঝতে পারেননি বল ফিল্ডারের হাতে এবং ফিল্ডার শর্ট থার্ডম্যান থেকে মোসাদ্দেকের হাতে দিলে তিনি তা স্ট্যাম্পে ছুঁড়ে দেন এবং ব্যক্তিগত ৪০ রানে (৬০ বল) নিজের ইনিংসের সলিল সমাধি ঘটান গেইল।
এরআগে স্বাগিতকদের বিপক্ষে টপস জিতে ব্যার্টিংয়ে নেমে তামিম ইকবালের অপরাজিত ১৩০, সাকিব আল হাসানের ৯৭ ও মুশফিকুর রহিমের ১১ বলে ৩০ রানের ঝড়ো ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দেভেন্দ্র বিশু ২টি এবং আন্দ্রে রাসেল ও জ্যাসন হোল্ডার ১টি করে উইকেট নিয়েছেন।
বাংলাদেশ সময়: ০৩০৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
এইচএল/এসএইচ