ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এবার নিষিদ্ধ হলেন গুনাথিলাকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
এবার নিষিদ্ধ হলেন গুনাথিলাকা দানুশকা গুনাথিলাকা

ঢাকা: মাত্রই কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন লঙ্কান লেগি জেফরি ভ্যান্দারসি। এর মাসখানেক যেতে না যেতেই সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন লঙ্কান অলরাউন্ডার দানুশকা গুনাথিলাকা।

সফরকারী দক্ষিণ আফ্রিকার সঙ্গে চলতি সিরিজ শেষে তার এ নিষেধাজ্ঞা বলবৎ হবে বলে জানিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।

ঘটনার সূত্রপাত, গেল জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন।

স্বাগতিক বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার সময় কটূক্তি করায় তার শৃঙ্খলার রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয় এবং তাৎক্ষণিক তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

অভিযোগ গঠনের প্রায় ৭ মাস পরে এ শাস্তি শোনালো শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তবে তাকে কতদিনের জন্য এ শাস্তি দেয়া হয়েছে সেটা এখনও পরিস্কার করেনি বোর্ড।

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছরও তাকে ৬ ম্যাচ নিষিদ্ধ করেছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তখন তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি দলের অনুশীলনে যোগ দেননি। অনুশীলন বিমুখ মানসিকতার জন্যই তাকে শাস্তির আওতায় আনা হয়েছিলো।

বাংলাদেশ সময়: ০৫২২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
এইচএল/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।