ঢাকা, শনিবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে শুরু এশিয়া কাপ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩০, জুলাই ২৪, ২০১৮
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে শুরু এশিয়া কাপ  -

ঢাকা:  আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ক্রি‌কে‌টের এবারের আসর। যেখানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। 

‘বি’ গ্রুপে তাদের সঙ্গী আফগানিস্তান।

আর ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী হবে বাছাইপর্ব পেরিয়ে আসা দল।

 

টুর্নামেন্টের আগে ছয় দলকে নিয়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের বাছাইপর্ব। দলগুলো হলো- হংকং, মালেয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত, নেপাল ও সিঙ্গাপুর।  

এদের ভেতর থেকে উঠে আসা একটি দল সঙ্গী হবে এশিয়ার ৫ টেস্ট খেলুড়ে দেশের।

টাইগাররা গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচ খেলবে আফগানদের সঙ্গে ২০ সেপ্টেম্বর আবু ধাবিতে।  

দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সুপার ফোর পর্বে। সেখানে প্রতিটি দল একবার করে মুখোমুখি হবে পরস্পরের। শীর্ষ দুই দল ফাইনাল খেলবে ২৮ সেপ্টেম্বর।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
এইচএল/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।