ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবের পরিবর্তে ক্যারিবিয়ান লিগে স্মিথ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
সাকিবের পরিবর্তে ক্যারিবিয়ান লিগে স্মিথ স্টিভেন স্মিথ ও সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বল টেম্পারিংয়ের দায়ে এক বছরের আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেও ঘরোয়া ও ফ্রাঞ্চাইজি লিগ খেলতে কোনো বাধা নেই অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথের। এরই ধারাবাহিকতায় এবার খেলতে যাচ্ছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ২০১৮ আসরে। যদিও তিনি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্থলাভিষিক্ত হচ্ছেন।

সিপিএলের প্রথম আসর ২০১৩ সালে অ্যান্টিগুয়া হকসবিলসের হয়ে খেলেছেন স্মিথ। মাঝের আসরগুলোতে তাকে দেখা না গেলেও এবার বার্বাডোজ ট্রিডেন্টসের হয়ে খেলবেন তিনি।

ট্রিডেন্টন্সের প্রধান কোচ রবিন সিং বলেন, ‘সাকিবকে হারানো এই টুর্নামেন্টে আমাদের জন্য অনেক বড় ক্ষতি। কিন্তু স্মিথের মতো বিশ্ব মানের ব্যাটসম্যান পেয়েছি আমরা। যিনি আমাদের ব্যাটিং লাইন আপকে আরও শক্তিশালী করবে। তিনি এমন একজন ক্রিকেটার যিনি বিশ্বের সব বড় বড় আসরে খেলার অভিজ্ঞতা রয়েছে। আশা করি ট্রিডেন্টন্সের জন্যও তিনি সফলতা বয়ে আনবেন।

বর্তমানে গ্লোবাল টি-২০ কানাডা লিগে খেলছেন টি-টোয়েন্টিতে ৩১২৪ রান করা এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।

চলতি বছরের আগস্টের ৮ তারিখ থেকে সেপ্টেম্বরের ১৬ তারিখ পর্যন্ত চলবে সিপিএলের পঞ্চম এই আসরটি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ২৫ জুলাই, ২০১৮

এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।