চলতি বছরের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। ওই সিরিজকে সামনে রেখে বুধবার (২৫ জুলাই) দল ঘোষণা করেছে কিউইরা।
ভারতের মুম্বাইয়ে জন্ম নেওয়া এই ফিঙ্গার স্পিনার শৈশবেই পরিবারের সঙ্গে নিউজিল্যান্ডে পাড়ি জমান। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে সেন্ট্রাল স্ট্যাগসের হয়ে সাম্প্রতিক সময়ে তিনি ২১.৫২ গড়ে ৪৮ উইকেট শিকার করে নির্বাচকদের নজরে আসেন।
ঘোষিত ১৫ সদস্যের টেস্ট দলে এজাজ ছাড়াও আরও দুই স্পিনার টড অ্যাস্টেল ও ইশ সোদি জায়গা পেয়েছেন।
এদিকে কিউই টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট।
সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে তিন টেস্ট, পাঁচ ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াড
কেন উইলিয়ামসন (অধিনায়ক), বিজে ওয়াটলিং, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, টম ল্যাথাম, হেনরি নিকোলাস, এজাজ প্যাটেল, জিত রাভাল, ইশ সোদি, টিম সাউদি, রস টেইলর, নেইল ওয়াগনার, টড অ্যাস্টেল।
নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মুনরো, হেনরি নিকোলাস, ইশ সোদি, টিম সাউদি, রস টেইলর, (আর দু’জন নিউজিল্যান্ড ‘এ’ দল/টি-টোয়েন্টি স্কোয়াড থেকে পরে যুক্ত হবেন)।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড
কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান, কলিন ডি গ্র্যান্ডহোম, লোকি ফার্গুসন, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, সেথ রাঞ্চে, টিম সেইফের্ট, ইশ সোদি, টীম সাউদি, রস টেইলর, (বাকি দু’জন নিউজিল্যান্ড ‘এ’ দল থেকে যুক্ত হবেন)।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
এমএইচএম