ভাবতে অবাক লাগলেও মাত্র দুই বছর বয়সী শিশু আলী তার ব্যাটিং প্রতিভা দিয়ে তাজ্জব বানিয়ে দিয়েছে গোটা ক্রিকেটবিশ্বকে। বাংলাদেশের এই খুদে ব্যাটসম্যানের অফ সাইডে একেকটা শট যেকোনো ক্রিকেটবোদ্ধাকেও চমকে দেওয়ার জন্য যথেষ্ট।
আইসিসির অফিসিয়াল টুইটারে আলীর কিছু ক্রিকেট শটের ভিডিও পোস্ট করা হয়েছে। শিশুটির বাবা নেপথ্যে থেকে ‘আন্ডার আর্ম’ বল করে যাচ্ছেন, আর সে প্রতিটি বলে নিখুঁত কাভার ড্রাইভ খেলছে। আর তার ব্যাটিং করার ধরন দেখলে যে কারও মনে হবে দীর্ঘদিনের অভিজ্ঞ কোনো ব্যাটসম্যান শট খেলছে। আর শট খেলে সঙ্গে সঙ্গে সে পুনরায় পরের শট নিতে প্রস্তুত হয়ে যাচ্ছে।
আলীর ওই অসাধারণ ভিডিও পোস্ট করে আইসিসির পক্ষ থেকে ক্যাপশনে লেখা হয়েছে, ‘সে মাত্র ২ বছরের শিশু, কিন্তু তার অফ সাইডে খেলার ধরন এক কথায় অসাধারণ। ’
'তুমি আইসিসির ফ্যান অব দ্য উইক! তোমার বাবার কাছ থেকে আর অল্প কিছু ‘থ্রো ডাউন’, তাহলেই তুমি একদিন বাংলাদেশের হয়ে খেলতে পারবে। ’
এরপর আইসিসি আরও একটি ভিডিও পোস্ট করে যেখানে ভিডিও এডিট করে আলীর শটের মাঝে ব্যাকগ্রাউন্ডে ধারাভাষ্য আর দর্শকদের উল্লাস যুক্ত করা হয়।
আলীর মনোমুগ্ধকর ভিডিওটি এরইমধ্যে টুইটারে দারুণ সাড়া ফেলেছে। অনেকে তার ব্যাটিংয়ের ধরনের প্রশংসা করছেন।
ভিডিওটি দেখার লিংক- https://www.facebook.com/icc/videos/2110697498949335
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
এমএইচএম/এএ