ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জাস্টিন ল্যাঙ্গার, কোচ থেকে প্রধান নির্বাচক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
জাস্টিন ল্যাঙ্গার, কোচ থেকে প্রধান নির্বাচক জাস্টিন ল্যাঙ্গার। ছবি: সংগৃহীত

কেপটাউন বল টেম্পারিং কাণ্ডের পর অস্ট্রেলিয়া ক্রিকেটে বড় রকমের পরিবর্তন এসেছে। দলে নেই প্রধান দুই ক্রিকেটার স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। নেই আরেক তরুণ ক্রিকেটার ক্যামেরন বেনক্রাফট। সরে দাঁড়ান কোচ ড্যারেন লেহম্যান। ফলে এক প্রকার বাধ্য হয়েই তার জায়গায় বসানো হয় অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গারকে।

তবে শুধু কোচ হিসেবেই থাকছেন না ল্যাঙ্গার। পাশাপাশি পেয়েছেন নতুন দায়িত্ব।

এখন থেকে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ফরম্যাটের প্রধান নির্বাচকের দায়িত্বও পালন করবেন তিনি। মার্ক ওয়াহ প্রধান নির্বাচকের দায়িত্ব ছাড়ার পর শুক্রবার তার জায়গায় ল্যাঙ্গারের নাম ঘোষণা করেছে সিএ।

জাতীয় নির্বাচক ট্রেভর হনস ও জাতীয় প্রতিভা অন্বেষণের দায়িত্বে থাকা গ্রেগ চ্যাপেলও কাজ করবেন ল্যাঙ্গারের সঙ্গে। টি-টোয়েন্টি ক্রিকেটের প্রধান নির্বাচকের দায়িত্ব দেয়া হলেও, ওয়ানডে ও টেস্ট ক্রিকেটেও সহ-নির্বাচক হিসেবে থাকবেন ল্যাঙ্গার। এখনই তাকে বড় পরিসরের দায়িত্ব দিতে প্রস্তুত নয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮

এমকেএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।