ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিরিজ জিতেও রেটিং পয়েন্ট হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
সিরিজ জিতেও রেটিং পয়েন্ট হারালো বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

বর্তমানে আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে সাত নম্বরে অবস্থান করছে লাল-সবুজের বাংলাদেশ। ২০১৫ সালে প্রথমবারের মতো র‍্যাংকিংয়ে সাতে ওঠে দেশটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিলেও রেটিং পয়েন্ট হারিয়েছে মাশরাফিরা।  

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ দলের বর্তমান রেটিং পয়েন্ট ৯২। সিরিজ শুরুর আগে যা ছিল ৯৩।

যদিও বাংলাদেশের অবস্থান সাতেই আছে। উইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হারাতেই এই এক পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ।

যদিও আইসিসি এখনো তাদের র‍্যাংকিং হালনাগাদ করেনি তবে সিরিজ প্রিভিউতে আগেই জানিয়ে দিয়েছিল বাংলাদেশ এই সিরিজে ৩-০ ব্যবধানে জিতলে রেটিং হবে ৯৫, ২-১ ব্যবধানে জিতলে হয়ে যাবে ৯২। দ্বিতীয় ওয়ানডে শেষে আইসিসির হালনাগাদে বাংলাদেশ ছিল ৯১ রেটিং পয়েন্টে। তৃতীয় ও শেষ ওয়ানডে জয়ের পর তা বেড়ে হয়েছে ৯২।

দলীয় ওয়ানডে র‍্যাংকিংয়ের ১২৭ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে ইংল্যান্ড। তাদের পরেই অবস্থান করছে ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়া।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।