ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দেশের চার ভেন্যুতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
দেশের চার ভেন্যুতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ অনুশীলনে ব্যস্ত অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

ঢাকা: চলতি বছরের সেপ্টেম্বরের ২৭ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯  এশিয়া কাপ ক্রি‌কে‌টের এবারের আসর। দেশের চারটি  ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই আসরটি।  ভেন্যু চারটি হলো; চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এম এ আজিজ স্টেডিয়াম এবং কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রি‌কেট স্টেডিয়ামের মূল মাঠ ও একাডেমি মাঠ।

 চার ভেন্যুর তিনটিতে নিয়মিত ক্রি‌কে‌ট ম্যাচ অনুষ্ঠিত হলেও এমএ আজিজ স্টেডিয়ামে ক্রিকেট অনিমিয়ত। বলতে গেলে ক্রি‌কে‌টের জন্য অনুপযোগি।

তবে এশিয়া কাপ  উপলক্ষে মাঠতি প্রস্তুত করা হবে  বলে জানিয়েছেন  বাংলাদেশ ক্রি‌কে‌ট বোর্ডের (বিসিবি) গেমস ডেভেলপমেন্ট  ম্যানেজার  এ ই এম কায়সার।

ব্যাটিংয়ে দেওয়া হচ্ছে বিশেষ নজর।                                          ছবি: শোয়েব মিথুন

এখনও মাঠটি  প্রস্তু নয়। তবে প্রস্তুতির কাজ খুব শিগগিরই শুরু হবে সোমবার (৩০ জুলাই) বিসিবির নিজ কার্যালয়ে তিনি সংবাদ মাধ্যমকে এ তথ্য দেন।  

এশিয়ার ৮টি দেশের অংশগ্রহনে অনুষ্ঠেয় এই টুর্নামেন্ট শেষ হবে ৭ অক্টোবর।  আয়োজক বাংলাদেশ ছাড়া এই আসরে অংশ নেবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা,  আফগানিস্তান, নেপাল, সংযুক্ত আরব আমিরাত ও হংকং।  দুটি গ্রুপে ভাগ হয়ে দলগুলো টুর্নামেন্টে অংশ নেবে।

এশিয়া কাপকে সামনে রেখে ই‌তোম‌ধ্যেই  প্রস্তুতি শুরু করেছে লাল সবুজের যুবারা। প্রথম ধাপের প্রস্তুতি শুরু হয়েছিল গেলো জুনে। তিন সপ্তাহ চলে সেই অনুশীলন। এই  মুহুর্তে মিরপুর একাডেমি মাঠে চলছে দ্বিতীয় ধাপের প্রস্তুতি।   চলতি মাসের ৮ তারিখে শুরু হওয়া চার সপ্তাহের এই ক্যাম্প শেষ হবে ১০ আগস্ট।

এরপর ঈদ উল  আযহার ছুটি শেষে তৃতীয় ধাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবে  নাভেদ নেওয়াজের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮

এইচএল/এমকেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।