ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাঙ্গাইল-ভারত ক্রিকেট প্রতিযোগিতা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, আগস্ট ১, ২০১৮
টাঙ্গাইল-ভারত ক্রিকেট প্রতিযোগিতা শুরু টাঙ্গাইল-ভারত প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা। ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: ভারতের কলকাতা বনগাঁ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে টাঙ্গাইল জেলা ক্রিকেট দলের এক প্রীতি ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 

বুধবার (০১ আগস্ট) থেকে টাঙ্গাইল স্টেডিয়ামে এ খেলা শুরু হয়েছে। বনগাঁ ক্রিকেট অ্যাসোসিয়েশন ও টাঙ্গাইল জেলা ক্রিকেট দল দু’টি টি-টুয়েন্টি ও চারটি ওয়ানডে ম্যাচ খেলবে।

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রীতি ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নেছার উদ্দিন জুয়েল।  

উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হারুন-অর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মইনুল হোসেন লিন্টু, টাঙ্গাইল জেলা টেলিভিশন রিপোর্টার ফোরামে সভাপতি মো. নাসির উদ্দিন, ভারতের বনগাঁ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোচ অপুসেন গুপ্ত, কর্মকর্তা করামজিৎ সেন গুপ্ত,  সদস্য রিয়া সাহা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড টাঙ্গাইল জেলা কোচ আরাফাত রহমান প্রমুখ।  

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ভারতের কলকাতা থেকে আগত বনগাঁ ক্রিকেট অ্যাসোসিয়েশন বনাম টাঙ্গাইল জেলা ক্রিকেট দল।  

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।