ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

২৫টি সেলাই পড়েছে অপুর হাতে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৮
২৫টি সেলাই পড়েছে অপুর হাতে নাজমুল ইসলাম অপু-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: টাইগার ভক্তদের জন্য খবরটি মোটেও সুখকর নয়। কেননা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ফলো থ্রুতে ফিল্ডিংয়ের সময় বাঁহাতে চোট পাওয়া নাজমুল ইসলাম অপুর হাতে ২৫টি সেলাই পড়েছে। ১০-১২ দিন পরে তার সেলাই খোলা হবে। কাজেই তিনি কতদিনের জন্য মাঠের বাইরে থাকবেন সেটা অনিশ্চিত।

সোমবার (৬ আগস্ট) সংবাদ মাধ্যমকে এতথ্য দিয়েছেন মাত্রই শেষ হওয়া সিরিজে টাইগার ম্যানেজার রাবিদ ইমাম।

'অপুর হাতে ২৫টি সেলাই লেগেছে।

১০-১২ দিন পরে ওর সেলাই খোলা হবে। এরপর আমরা করণীয় ঠিক করবো। '

সোমবার ( ৬ আগস্ট) ফ্লোরিডার লডারহিলে  ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৪.৩ ওভারে বোলিং শেষে অপু মাটিতে পড়ে গেলে তখন ননস্ট্রাইক এন্ডে থাকা চাদউইক ওয়ালটনের কেডসের স্পাইকে লেগে গুরুতর আহত হন এই টাইগার বাঁহাতি স্পিনার।

এই সিরিজে মোট ৩টি উইকেট দখল করেন অপু। তবে এই ৩টি উইকেট তিনি দ্বিতীয় ম্যাচেই পেয়েছেন। যা বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ০৬ আগস্ট, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।