গত বুধবার (১৫ আগস্ট) বৃষ্টি বাগড়ায় খেলা বন্ধ হয়ে গেলে ডাবলিনে অনুষ্ঠিত ম্যাচ গড়ায় রিজার্ভ ডে’তে তথা বৃহস্পতিবারে (১৬ আগস্ট)। আগেরদিনই টস জিতে বাংলাদেশ দলের অধিনায়ক সৌম্য সরকার আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।
প্রথম উইকেট জুটিতেই ৫৮ রান তোলেন দুই আইরিশ ওপেনার স্টুয়ার্ট টম্পসন এবং গ্যারেথ ডিলানি। ৩৮ বলে ৪৭ করা টম্পসনকে মুমিনুলের ক্যাচে পরিণত করেন তাইজুল। কিন্তু আইরিশদের রানের চাকায় বাধ দিতে পারেন নি কোনো বোলারই। আয়ারল্যান্ডের প্রথম চার ব্যাটসম্যানই ত্রিশোর্ধ্ব রান পেয়েছেন।
গ্যারেথ ডিলানির ৩৭, উইলিয়াম পোর্টারফিল্ডের ৪৫, কেভিন ও’ব্রায়েনের ৩০ মিলিয়ে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২০২ রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড। বল হাতে ৪ ওভারে ৩৩ রান খরচে ৩ উইকেট নিয়ে বাংলাদেশ দলের সবচেয়ে সফল বোলার মোহাম্মদ সাইফুদ্দিন। ৩ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট তাইজুলের।
বিশাল রান তাড়ায় শুরু থেকেই ধুঁকতে থাকেন বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটসম্যানরা। দলীয় ২৪ রানে বিদায় নেন ওপেনার মুমিনুল হক (১৪)। এরপর টানা উইকেট হারাতে থাকে বাংলাদেশ দল। একসময় বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৬২/৭। ওই অবস্থা থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন সাইফুদ্দিন-নাঈম হাসান। তাদের দুজনের ৩৯ রানের অপরাজিত জুটি অবশ্য বৃষ্টি বাধায় থেমে যায়।
১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর যখন ১০৪, ঠিক তখনই বৃষ্টি নেম আসে। পরে আর খেলা মাঠে গড়ানোয় বৃষ্টি আইনে ৫১ রানের জয় পায় আইরশরা। আইরিশদের হয়ে ২টি করে উইকেট নেন অ্যান্ডি ম্যাকব্রাইন ও ডেভিড ডিলানি।
তিন ম্যাচের আন-অফিশিয়াল টি-টোয়েন্টি সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। আজ শুক্রবার (১৭ আগস্ট) সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল।
বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
এমএইচএম