ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টিতে ইরফানের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
টি-টোয়েন্টিতে ইরফানের বিশ্বরেকর্ড মোহাম্মদ ইরফান। ছবি: সংগৃহীত

যদিও দল হেরেছে তবে পাকিস্তানের দীর্ঘকায় ফাস্ট বোলার মোহাম্মদ ইরফান করে ফেলেছেন অনন্য এক রেকর্ড। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) বার্বাডোজ ট্রাইডেন্টস ও সেইন্ট কিটসের ম্যাচে হেরেও ম্যাচ সেরার পুরষ্কারও উঠেছে ইরফানের হাতে।

মাহমুদউল্লাহ রিয়াদের সেইন্ট কিটসের বিপক্ষে ইরফান নিজের নির্ধারিত ৪ ওভার বল করে মেডেন নিয়েছেন ৩ ওভার। ৪ ওভারে রান দিয়েছেন মাত্র এক।

পাশাপাশি নিয়েছেন দুটি উইকেটও।

ওভারের হিসেবে ইরফানের করা ৪ ওভারে ২৪ বলের মধ্যে ২৩টিই ডট বল। আর এ হিসেবেই গড়ে ফেলেছেন বিশ্বরেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে পূর্ণ চার ওভারের কোটা শেষ করে সবচেয়ে কম ইকোনোমি ও সবচেয়ে বেশি ডট বল দেওয়ার রেকর্ডটি এখন ইরফানের সম্পত্তি।

এর আগে ক্রিকেটের এই ফরম্যাটে এই রেকর্ডের মালিক ছিলেন দুজন। দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস ও শ্রীলঙ্কার শানাকা ওয়েলেগেদারা ছিলেন এই রেকর্ডের মালিক। দুজনই ৪ ওভার পূর্ণ করে খরচ করেন মাত্র ২ রান। তাদের দুজনকে পেছনে ফেলে রেকর্ডটি নিজের করে নিলেন পাকিস্তানের এই ক্রিকেটের।

পাকিস্তান জাতীয় দলের হয়ে মাত্র ৪টি টেস্ট খেলেছেন ৭ ফুট ১ ইঞ্চি দৈর্ঘ্যের এই বাঁহাতি বোলার। আর ওয়ানডে খেলেছেন ৬০ট ও ২০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মোহাম্মদ ইরফান। তবে দীর্ঘ দিন থেকেই জাতীয় দলে নেই তিনি। সবশেষ ২০১৬ সালে পাকিস্তানের সীমিত ওভারের ক্রিকেটে খেলেছেন আর সাদা পোশাকে সবশেষ খেলেছেন ২০১৩ সালে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।