ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অক্টোবরে গড়াচ্ছে ব্যাংকার্স কাপ টি-টোয়েন্টি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
অক্টোবরে গড়াচ্ছে ব্যাংকার্স কাপ টি-টোয়েন্টি ব্যাংকার্স কাপ টি-টোয়েন্টি নিয়ে সংবাদ সম্মেলন

ঢাকা: ব্যাংকিং পেশার একঘেয়েমি জীবন থেকে এক দণ্ড স্বস্তি দেয়ার সঙ্গে পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্য বাড়াতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে ইমেগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড।

এ পেশায় সরাসরি সম্পৃক্তদের অংশগ্রহনে আগামী ১২ অক্টোবরে মাঠে গড়াচ্ছে ব্যাংকার্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট। রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের দুটি মাঠ ও গুলশান ইয়ুথ ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে ১২ দলের টি-টোয়েন্টি আসর।

টুর্নামেন্টে অংশ নিতে এরই মধ্যে নিজেদের নাম নিশ্চিত করেছে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, এবি ব্যাংক লিমিটেড-সহ দেশের বেশ কয়েকটি শীর্ষ ব্যাংক।

টুর্নামেন্টের উপদেষ্টা পরিষদে আছেন সাবেক জাতীয় ক্রিকেটার ও ব্যাংকার ইশতিয়াক আহমেদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, ব্যাংকার সাদউল্লাহ।

রাজধানীর একটি হোটেলে সোমবার এ আয়োজন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যেখানে ছিলেন টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ব্যাংক প্রতিনিধি, উপদেষ্টা কমিটি ও টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্যরা।

খালেদ মাহমুদ সুজন বলেন, ‘ব্যাংকার্স কাপ ক্রিকেটের মাধ্যমে ক্রিকেটারদের ভবিষ্যত জীবন সুরক্ষিত হবে। ক্রিকেটের পাশাপাশি পড়াশোনা চালিয়ে গেলে যে পরবর্তী পেশা নিয়ে আর অনিশ্চয়তায় থাকতে হবে না। ’

সাবেক জাতীয় ক্রিকেটার ও ব্যাংকার ইশতিয়াক আহমেদ বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে সার্ভিসেস দলগুলোর অংশগ্রহণে নানা ধরনের স্পোর্টস ইভেন্ট হয়। পেশাদার ক্রীড়াবিদদের জন্য ভবিষ্যত সুরক্ষিত থাকে। বাংলাদেশে আগে বিচ্ছিন্নভাবে এ ধরনের টুর্নামেন্ট হয়েছে। কিন্তু, এখন থেকে নিয়মিত এ টুর্নামেন্ট আমরা আয়োজন করতে চাই। ’

জাতীয় দলের সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল, মাহমুদুল হাসান রানা (বিকাশ রঞ্জন দাস), তারেক আজিজ-সহ প্রথম শ্রেণী ও প্রিমিয়ার লিগের অনেক সাবেক ক্রিকেটারই কাজ করছেন দেশের শীর্ষ বাণিজ্যিক ব্যাংকগুলোতে।

নিয়ামুর রশিদ রাহুল বলেন, ‘একটা পেশাদার কাঠামোর মধ্য দিয়ে এ টুর্নামেন্ট আয়োজিত হবে। আমরা যারা ব্যাংকিং পেশায় আছি, সবার সঙ্গে হৃদ্যতা বাড়ানোর উপলক্ষ্য হবে এ টুর্নামেন্ট। ’

ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলা (বর্তমানে ইস্টার্ন ব্যাংকে কর্মরত) শাফায়েত কিরণ বলেন, ‘আমরা সবাই আগ্রহ ভরে অপেক্ষা করছি। এরই মধ্যে দলের সবাই প্রস্তুতি শুরু করে দিয়েছে। দলগত সমঝোতা তৈরিতে এ টুর্নামেন্ট ভূমিকা রাখবে। যা আমাদের পেশাদারী জীবনের উৎকর্ষ বাড়াবে। ’

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।