মুশফিকুর রহিমকে টাইগার একাদশে দেখা যাবে-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: পাঁজরের চোট সেরে ওঠায় এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই মুশফিকুর রহিমকে টাইগার একাদশে দেখা যাবে, এমন খবরে স্বস্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দুবাইয়ে দলের সঙ্গে ক্যাচিং অনুশীলনে পাঁজরে ব্যথা পাওয়ায় সাকিব, তামিম ও নাজমুল হোসেন শান্তর মতো এই টাইগার ব্যাটসম্যানও ইনজুরির তালিকায় যুক্ত হয়েছিলেন।
কিন্তু চোট স্থায়ীভাবে তার শরীরে আসন গেঁড়ে বসতে পারেনি। শনিবার (১৫ সেপ্টেম্বর) বাংলানিউজের সঙ্গে আলাপকালে সে কথাই জানালেন বিসিবি’র ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
‘ও দ্রুতই চোট কাটিয়ে উঠেছে এবং আমরা আশা করছি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সে খেলবে। ’
চলতি বছরের জানুয়ারিতে বাঁহাতের কনিষ্ঠ আঙুলে চোট পাওয়া টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এখনও তা কাটিয়ে উঠতে পারেননি। তাই এশিয়া কাপ শেষ হলেই তার আঙুলে অপারেশনের কথা রয়েছে।
এদিকে এশিয়া কাপের ক্যাম্প চলাকালীন ফিল্ডিং অনুশীলনের সময় ডানহাতের অনামিকায় হালকা চোট পেয়েছিলেন তামিম ইকবাল।
একই ক্যাম্পে ফিল্ডিংয়ের সময় নাজমুল হোসেন শান্ত চোট পেয়েছিলেন ডানহাতের তর্জনীতে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।