ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইনজুরিতে শেষ তামিমের এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
ইনজুরিতে শেষ তামিমের এশিয়া কাপ

এশিয়া কাপের শুরুতেই বড় ধরনের দুঃসংবাদ শুনতে হলো বাংলাদেশ দলকে। টাইগারদের ব্যাটিং লাইনআপের ‘ভিত্তি’ বলা হয় যাকে, সেই ওপেনার তামিম ইকবাল বাঁ হাতের কবজিতে চোটের কারণে একেবারে টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়েছেন।

শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নামার পরই ‘অনাকাঙ্ক্ষিত’ দৃশ্য দেখতে হয় বাংলাদেশকে। চোটের কারণে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন তামিম।

দ্বিতীয় ওভারের শেষ বলে তিনি যখন ফিরছিলেন, তখন ব্যাটিং ইনিংসে মাত্র ৩ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ।

তবে ম্যাচের মাঝপথেই তামিমের ইনজুরির আপডেট দিয়ে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানায়, কবজিতে চোটের কারণে পুরো এশিয়া কাপই শেষ হয়ে গেছে তামিম ইকবালের। খানিকবাদেই ড্রেসিংরুমে পাল্টার করা বাঁ হাতে স্লিং বাঁধা অবস্থায় দেখা যায় তামিমকে।

প্রায় এক যুগ ধরে বাংলাদেশ দলের এক প্রান্ত আগলে রাখার এ সেনানি ছিটকে পড়ায় এশিয়া কাপে বাংলাদেশের যাত্রাটা কিছুটা ধাক্কাই খেলো বলা যায়।

গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশকে খেলতে হবে আফগানিস্তানের সঙ্গে। গ্রুপ পর্বের একটি ম্যাচ জিতেই দ্বিতীয় পর্বে ওঠার সুযোগ থাকছে। দু’টি গ্রুপ থেকে সেরা দুটি দল দ্বিতীয় পর্বে খেলবে। ।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
এইচএ/

** চোট নিয়ে মাঠ ছাড়লেন তামিম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।