ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

‘শিডিউল কোনো অজুহাত হতে পারে না’ 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫০, সেপ্টেম্বর ২২, ২০১৮
‘শিডিউল কোনো অজুহাত হতে পারে না’  বাংলাদেশ-ভারত ম্যাচের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

হঠাৎ করেই আসরের মাঝ পথে সূচির পরিবর্তন। বাংলাদেশের জন্য তেমন কোনো সমস্যা না হলেও ভারত ছাড়া অন্যান্য দলগুলো পড়েছে সমস্যায়। এ নিয়ে নিজের হতাশাও প্রকাশ করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর তাই চলতি এশিয়া কাপে শনিবারের (২১ সেপ্টেম্বর) ম্যাচে ভারতের বিপক্ষে ম্যাচে বড় হারের পেছনে কোনভাবেই এই শিডিউলকে অজুহাত হিসেবে দেখতে চাইছেন না অভিজ্ঞ ক্রিকেটার শাহরিয়ার নাফিস।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৭ রানের বিশাল ব্যবধানে জয়ের পর টানা দুই ম্যাচে বাংলাদেশের হার। আফগানদের বিপক্ষে ১৩৬ রানে ও ভারতের বিপক্ষে ৭ উইকেটের বড় হারে হতাশ বাংলাদেশের ক্রিকেট বিশেষজ্ঞরাও।

এশিয়া কাপ উপলক্ষ্যে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো আয়োজন করেছে একটি বিশ্লেষণমূলক অনুষ্ঠান। যেখানে উপস্থিত থাকেন বিভিন্ন দেশের অভিজ্ঞ ক্রিকেটাররা। সেখানেই ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশ থেকে যোগ দেন নাফিস। স্টুডিও থেকে নাফিসকে প্রশ্ন করা হয়, শডিউলের ওলট-পালট বাংলাদেশের ম্যাচে কোনো প্রভাব ফেলেছে কিনা?

এর উত্তরে বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটসম্যান বলেন, ‘আমরা এর আগেও এটা নিয়ে কথা বলেছি, তাই আমি মনে করি এটা যেতে দিন। শিডিউল আসলে কোনো অজুহাত নয়। পেছনের কথা ছেড়ে এখনের কথা বলি। এটা নতুন একটা দিন। আমরা ভালো ব্যাটিং করিনি, ভালো বোলিং করিনি, যদিও বোলাররা একটু হলেও চেষ্টা করেছে। কিন্তু আমরা কোনোভাবেই ভারতকে থামানোর মতো স্কোর করতে পারিনি। ’ 

‘১০ ওভারের মধ্যে উইকেটও নিতে পারিনি। অন্যান্য দিকেও কিছুই ছিল না। তাই মন থেকেই বলতে হয়, এটা খুবই করুণ পারফরম্যান্স ছিল। ভারত তাদের সব দিকেই পেশাদারি দেখিয়েছে। জয়টা তাদের পাওনাই ছিল তাই জয় পেয়েছে। ’ 

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ