লিটন-ছবি: সংগৃহীত
ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচেও দায়িত্বশীল ব্যাটিং উপহার দিতে পারলেন না টাইগার টপ অর্ডার ব্যাটসম্যানরা। দলীয় ১৮ রানে প্যাভিলিয়নের পথ দেখেছেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ মিঠুন।
রোববার (২৩ সেপ্টেম্বর) আবুধাবি স্টেডিয়ামে আফগানদের প্রথম শিকারে পরিণত হন ওপেনার নাজমুল হোসেন শান্ত। ৫ম ওভারে আফতাব আলমের একেবারে শেষ বলটি কাভারে উঠিয়ে দিলে তা তালুবন্দি করেন রহমত শাহ।
ফিরে যান ব্যক্তিগত ৬ রানে।
ঠিক তার পরের ওভারেই মুজিব উর রহমানের স্পিনে ব্যক্তিগত ১ রানে এলবি’র ফাঁদে পড়েন মোহাম্মদ মিঠুন।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।