ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এশিয়া কাপ ফাইনালের আম্পায়ার কারা?

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এশিয়া কাপ ফাইনালের আম্পায়ার কারা? ম্যারিয়াস এরাসমাস-ছবি: সংগৃহীত

ঢাকা: এশিয়া কাপের মহারণে ভারতের বিপক্ষে টাইগাররা মাঠে নামার আগে ভক্তরা নিশ্চয়ই ২০১৫ বিশ্বকাপের কথা স্মরণ করে শঙ্কিত হবেন। বিতর্কিত সেই আম্পায়ারিং এশিয়া কাপেও দেখা যাবে না তো?

প্রতিপক্ষ যেহেতু আইসিসি’র তিন মোড়লের একটি সেহেতু সেই নিশ্চয়তা এখনই দেয়া কঠিন। তবে ম্যাচ অফিসিয়ালদের তালিকায় যে নামগুলো আছে তাতে আপাতত শঙ্কার কিছু নেই।

দেখে নেয়া যাক হাই ভোল্টেজ ম্যাচটিতে আম্পায়ারের ভূমিকায় কে কে থাকছেন।

ফিল্ড আম্পায়ার: দক্ষিণ আফ্রিকান ম্যারিয়াস এরাসমাস। অপর আম্পায়ার এখনও নির্ধারিত হয়নি। সাবেক প্রোটিয়া অলরাউন্ডার এরাসমাস আম্পায়ার হিসেবে ক্যারিয়ার শুরু করেছেন ২০০৬ সালে। টেস্ট ক্রিকেটে এই পর্যন্ত ৫১টি, ওয়ানডেতে ৮০টি ও ২৬টি টি-টোয়েন্টিতে আম্পায়ারিং করেছেন তিনি।
থার্ড আম্পায়ার: রড টাকার।
ম্যাচ রেফারি: ডেভিড বুন

প্রসঙ্গত, ২০১৫ বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে কলঙ্কিত সেই আম্পায়ারিংয়ের ম্যাচে ফিল্ড আম্পায়ার ছিলেন আলীম দার ও ইয়ান গোল্ড। থার্ড আম্পায়ার ছিলেন স্টিভ ডেভিস আর ম্যাচ রেফারি ছিলেন রোশন মহানামা।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘন্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
এইচএল/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।