অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে ডাক পেয়েছেন ইমাদ ওয়াসিম ও বাবর আজম।
আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁহাতি ফাস্ট বোলার ওয়াকাস মাকসুদ। কিন্তু ডাক পাননি মোহাম্মদ আমির। তবে এজন্য এশিয়া কাপে তার বাজে বোলিংকেই কারণ হিসেবে নিশ্চিত করেছে পিসিবি। নিজেকে ফিরে পেতে এখন ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করেছেন এই পেসার।
প্রায় এক বছর পর টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার ইমাদ। গত এশিয়া কাপের দলে তার নাম থাকলেও ফিটনেসের কারণে বাদ দেওয়া হয় তাকে। বাবর আজমও অনেকদিন পর দলে ফিরলেন।
অজিদের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড:
ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শাহিবজাদা ফারহান, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, হোসেন তালাত, সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), শাদাব খান, শাহিন আফ্রিদি, উসমান খান, হাসান আলী, ইমাদ ওয়াসিম, ওয়াকাস মাকসুদ, ফাহিম আশরাফ।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
এমএইচএম