ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

মুশফিককে পেল চিটাগং

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৬, অক্টোবর ২৮, ২০১৮
মুশফিককে পেল চিটাগং মুশফিককে পেল চিটাগং-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে চিটাগং ভাইকিংসের হয়ে খেলবেন গেল আসরে রাজশাহী কিংসের হয়ে খেলা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। ‘এ প্লাস’ ক্যাটাগরিতে বন্দর নগরীরর দলটি তাকে এবারের আসরের জন্য দলে ভিড়িয়েছে।

রোববার (২৮ অক্টোবর) নাম প্রকাশে অনিচ্ছকু চিটাগং ভাইকিংসের একটি সূত্র বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছে।

বরিশাল বুলসের সঙ্গে বনিবনা না হওয়ায় পঞ্চম আসের নিজ বিভাগ রাজশাহীতে ফিরেছিলেন মুশফিক।

কিন্তু এবারের আসরের জন্য তাকে রাজশাহী রিটেইন না করে রিলিজ করে দেয়।

চিটাগং ভাইকিংসের রিটেইনি প্লেয়ারদের তালিকায় আছেন, সিকান্দার রাজা, লুক রঞ্চি, নজিবুল্লাহ জাদরান ও সানজামুল ইসলাম। আর বিদেশি ডিরেক্ট সাইনিং ক্যাটাগরিতে এসেছেন, মোহাম্মদ শাহজাদ ও রবি ফ্রিলিংক।

বিপিএলের ষষ্ঠ আসরকে সামনে রেখে দুপুর ১২: ১০ মিনিট থেকে হোটেল রেডিসনে শুরু হয়েছে প্লেয়ারর্স ড্রাফট।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ২৮ অক্টোবর, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ