ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রোহিত শর্মার স্পেশাল ডাবল সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
রোহিত শর্মার স্পেশাল ডাবল সেঞ্চুরি রোহিত শর্মা। ছবি: সংগৃহীত

ডাবল সেঞ্চুরি তার নামের পাশে আগেই আছে। আবারও করে ফেললেন আরেক ডাবল সেঞ্চুরি। তবে এবার রানে নয়, ছক্কায়। বৃহস্পতিবার (০১ নভেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ওয়ানডেতে মাঠে নামার আগে রোহিত শর্মার নামের পাশে ছিল ১৯৮টি ছক্কা। আর এ ম্যাচেই পূর্ণ করে ফেললেন ছক্কার ডাবল সেঞ্চুরি। 

ওয়ানডে ক্রিকেটে রোহিত বর্তমানে ২০২ টি ছক্কার মালিক। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অবশ্য তিনি সর্বোচ্চ ছক্কার দ্বিতীয় নম্বরে আছেন।

তার উপরে আছেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার ছক্কার সংখ্যা ২১৮।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দুই নম্বরে থাকলেও সব মিলিয়ে রোহিত আছেন ৬ নম্বরে। তার আগে আছে পাকিস্তানের শাহীদ আফ্রিদি (৩৫১), ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (২৭৫), শ্রীলঙ্কার সনাত জয়সুরিয়া (২৭০), ধোনি (২১৮) ও দক্ষিণ আফ্রিকার এবি ডি'ভিলিয়ার্স (২০৪)।  

এছাড়া ২০১৮ সালে এই ম্যাচের আগে পর্যন্ত রোহিতের রান ৯৬৭। হাজার পূর্ণ হয়ে দরকার ছিল মাত্র ৩৩ রান। তাও পূর্ণ করেন এই ম্যাচে। ৬৩ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে ফেরেন।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ০১ নভেম্বর, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।