ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতকে বাজে হারের স্বাদ দিল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
ভারতকে বাজে হারের স্বাদ দিল অস্ট্রেলিয়া ভারতকে বাজে হারের স্বাদ দিল অস্ট্রেলিয়া-ছবি: সংগৃহীত

অহংকারী কোহলির এক ম্যাচ পরেই নাক কাটা গেল। অস্ট্রেলিয়া সফরে স্মিথ-ওয়ার্নারহীন প্রতিপক্ষকে প্রথম টেস্টে হারিয়ে গাছের চূড়ায় উঠলেও দ্বিতীয় টেস্টে হেরে মাথা নিচু করে মাঠ ছাড়েন তিনি ও তার টিম ইন্ডিয়া দল। পার্থে ১৪৬ রানে বড় ব্যবধানে হারে ভারত। আর চার ম্যাচ সিরিজে ১-১ এ সমতা আনলো অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া-৩২৬ ও ২৪৩
ভারত-২৮৩ ও ১৪০

এই টেস্টে ভারতের হার চতুর্থ দিনই রচনা হয়েছিল। যেখানে ২৮৭ রানের টার্গেটে ৫ উইকেট হারিয়ে ১১২ রানে দিন শেষ করেছিল তারা।

আর ম্যাচের পঞ্চম ও শেষ দিন আর মাত্র ২৮ রান যোগ করতেই মুখ থুবড়ে পড়লো সফরকারী দলটি।

অজিদের ৩ পেসার ও এক স্পিনার মিলে ধসিয়ে দেন ভারতীয় ব্যাটসম্যানদের।

আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান হনুমা বিহারি ও ঋশভ প্যান্ত কিছুক্ষণ টিকলেও লোয়ারঅর্ডাররা দাঁড়াতেই পারেননি। বিহারি ২৮ ও প্যান্ত করেন ৩০ রান। এই ইনিংসে মিচেল স্টার্ক ও স্পিনার নাথায় লায়ন ৩টি করে উইকেট দখল করেন। আর ২টি করে উইকেট ভাগাভাগি করেন জস হ্যাজেলউড ও প্যাট কামিন্স।

প্রথম ইনিংসে ৫টিসহ মোট ৮ উইকেট নেওয়া লায়ন ম্যাচ সেরা নির্বাচিত হন।

আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে বক্সি-ডে টেস্টে লড়বে দু’দল।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, ১৮ ডিসেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।