ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এনামুল হক বিজয়ের সেঞ্চুরির হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
এনামুল হক বিজয়ের সেঞ্চুরির হ্যাটট্রিক এনামুল হক-ছবি: শোয়েব মিথুন

আগের দুই ম্যাচের পর টানা তৃতীয় সেঞ্চুরি এলো এনামুল হক বিজয়ের ব্যাট থেকে। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের শুক্রবারের (২২ মার্চ) ম্যাচে এনামুলের সেঞ্চুরিতে ভর করে দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বড় সংগ্রহ পায়।

চলতি ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) তৃতীয় রাউন্ডের লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে সেঞ্চুরির পর চতুর্থ রাউন্ডে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে তিন অঙ্কে পৌঁছান উইকেটরক্ষক ব্যাটসম্যান ও প্রাইম ব্যাংকের অধিনায়ক বিজয়। আবাহনীর বিপক্ষে শুক্রবার আসে টানা তৃতীয় সেঞ্চুরি।

রুপগঞ্জের বিপক্ষে ১০০ অপরাজিত থাকেন বিজয়। শেখ জামালের বিপক্ষে থামেন ১০১ রানে। ‘হ্যাটট্রিক’ সেঞ্চুরির দিনেও তিন অংকে পৌঁছানোর পর বেশি দূর যেতে পারেননি। ১০২ রানেই আউট হয়ে ফেরেন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি বিজয়ের ১২তম সেঞ্চুরি।

লিগের প্রথম চার রাউন্ডে অপরাজিত থাকা আবাহনী এ ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে দুই ওপেনার জাকির হাসান এবং এনামুল হক বিজয়ের ব্যাটে দারুণ শুরু পায় প্রাইম ব্যাংক। মাত্র ৯ ওভারে ৫০ রানের জুটি গড়েন এ দুজন।  

ইনিংসের ১০ম ওভারের প্রথম বলে আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেনের বলে আউট হয়ে ফেরেন জাকির। ২৫ বলে ১৮ রান করেন তিনি। অভিমন্যু ঈশ্বরান বড় রান করে ফেরেন। আগের ম্যাচে সেঞ্চুরি পেলেও এদিন ৮৫ রানে ফেরেন ঈশ্বরান।

অভিমান্যু ফিরে গেলেও নিজের সেঞ্চুরি তুলে নেন বিজয়। সানজামুল ইসলামকে বিশাল এক ছক্কার মারে চলতি আসরে সেঞ্চুরির ‘হ্যাটট্রিক’ পূরণ করেন প্রাইম ব্যাংক অধিনায়ক। ১২৫ বলে ৫ চার ও ২ ছক্কায় শতরান পূর্ণ করেন তিনি। তবে নাজমুল ইসলাম অপুর বলে ১০২ রানেই ফিরে যান।

আরিফুল হকের অপরাজিত ৫১ ও অলক কাপালির অপরাজিত ১৫ রানে শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৩০২ রানে থামে প্রাইম ব্যাংকের ইনিংস।

আবাহনীর হয়ে একটি করে উইকেট নেন রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, নাজমুল ইসলাম, সৌম্য সরকার ও সানজামুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
এমকেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।