ঘটনার পুরোটা সময় বেশ কিছু সাধারণ মানুষ, ছাত্র ও দমকল বাহিনীর সদস্যদের যেমন প্রানপণ চেষ্টা করতে দেখা গেছে জীবিত মানুষ উদ্ধারের। তেমনি কয়েক হাজার মানুষ দাঁড়িয়ে ছিলেন শুধু মোবাইল ফোন হাতে।
শুক্রবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি পোস্ট দেন এই ডানহাতি পেসার। সেখানে ‘উৎসুক জনতার’ কান্ডজ্ঞান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
পোস্টে লেখা হয়, ‘আমরা রাস্তা বন্ধ করে তামাশা দেখছি, ছবি তুলছি, লাইভ এ যাচ্ছি আর এই ছেলটি সরাসরি নয় বিবেক দিয়ে "জুতা" মারছে আমাদের। যেখানে আমাদের সাহায্য করার কথা। আসলে দায়িত্বটা কি শুধু প্রশাসনে দায়িত্বরত বাহিনীদের, এ দেশের নাগরিক হিসেবে আমাদের কি কোনো দায়িত্ব নেই? আমরা কি আমাদের বিবেক হারিয়ে ফেলেছি? এই ভয়াবহ দুর্ঘটনা থেকে শিক্ষা নিন। আমরা এদেশের নাগরিক হিসেবে আমাদের কি করা উচিত ছিল।
আল্লাহ কার মৃত্যু কোথায় লিখে রেখেছেন কেউ আমরা জানি না । অতএব তোমরা মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকো। দুনিয়া দুনিয়া করে পরকাল ভুলে যেও না ,এই দুনিয়া ক্ষনিকের চিরস্থায়ী নয়।
স্যালুট ফায়ার সার্ভিসের ঐ সমস্ত সেনাদের যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষ এবং মানবতা কে জয় করার আপ্রাণ চেষ্টা করেছেন। ’
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
এমকেএম