২৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ভাল ভাবেই শুরু করে উত্তরা। ৪ ওভার ৩ বলে ৪২ রান তোলে।
বৃষ্টির পর খেলা আবার শুরু হলে উত্তরার সামনে নতুন টার্গেট দাঁড়ায় ৩৩ ওভারে ১৮৮ রান। উদ্বোধনী জুটিতে ৬২ রান যোগ করেন দুই ওপেনার তানজিদ হাসান ও আনিসুল ইসলাম। তানজিদ ১৬ রান করে আউট হন। দলীয় ৭৫ রানে আনিসুল ২৯ বলে ৫০ রান করে আউট হন।
শাহনাজ আহমেদ, মহিমেনুল খান ও মিনহাজুল আবেদিন দ্রুত বিদায় নিলে ৯৩ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে উত্তরা। সেই চাপ আর সামলাতে পারেনি তারা। ১৩৮ রানে গুটিয়ে যায় উত্তরার ইনিংস। ৪৯ রানের সহজ জয় পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। গাজী গ্রুপের সঞ্জিত সাহা ৪টি, কামরান ও মেহেদি ২টি এবং নাসুম আহমেদ ১টি উইকেট নেন।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে গাজী গ্রুপকে ভাল সূচনা এনে দেন দুই ওপেনের মায়শুকুর রহমান ও মেহেদি হাসান। উদ্বোধনী জুটিতে ৮১ রান আসে। ৪৪ রান করে আউট হন মায়শুকুর। আরেক ওপেনার মেহেদিও ইনিংসটাকে বড় করতে পারেননি। দলীয় ১১৮ রানে ব্যক্তিগত ৪৪ রান করে আউট হন মেহেদি।
অধিনায়ক ইমরুল কায়েস ২০ রান করে আউট হন। এরপর উত্তরার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরিতিতে উইকেট হারাতে থাকে গাজী গ্রুপ। শামসুর রহমান ছাড়া আর কেউই রানের দেখা পায়নি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৫ রান তোলে গাজী গ্রুপ। শামসুর রহমান ৫১ রান করে আউট হন। উত্তরার আব্দুর রশিদ ৩টি এবং আসাদুজ্জামান, আনিসুল ইসলাম ও শেখ হুমায়ুন ২টি করে উইকেট নেন।
গাজী গ্রুপের মেহেদি হাসান ম্যাচ সেরা নির্বাচিত হন। এই জয়ে আট ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে উঠে এসেছে দলটি।
বাংলাদেশ সময়ঃ ১৮৩৮ ঘন্টা, এপ্রিল ০২, ২০১৯
আরএআর/এমএমএস