বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সাভারে টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম থেকেই রূপগঞ্জের বোলিংয়ের সামনে অসহায় দেখায় শেখ জামালের ব্যাটসম্যানদের। মাত্র ৪৩ ওভার ২ বল খেলে ১৪৩ রানে অল আউট হয়ে যান সোহানরা।
রূপগঞ্জের হয়ে ওপেনার মেহেদি মারুফ ১২ রানে আউট হয়ে ফিরলেও অপর ওপেনার মোহাম্মদ নাঈম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ৬৩ রানে ইলিয়াস সানির বলে আউট হয়ে ফিরলে মুমিনুল হকও হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। মুমিনুল ৬০ রানে ও নাঈম ইসলাম ৮ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।
শেখ জামালের হয়ে একটি করে উইকেট নেন ইলিয়াস সানি ও এনামুল হক।
রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৩৫ রান ২৫ রান করেন তানভির হায়দার। এছাড়া ফারদিন হাসান ২৮ ও নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ২৫ রান।
রূপগঞ্জের নাবিল সামাদ ও মুক্তার আলী তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া শুভাশিস রয়, মোহাম্মদ শহিদ ও ঋষি ধাওয়ান একটি করে উইকেট পান।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
এমকেএম/এমএইচএম